ই-পেপার রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

যুক্তরাষ্ট্রের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে চিন্তিত ভারত

আমার বার্তা অনলাইন
২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

যুক্তরাষ্ট্রের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে চিন্তিত ভারত। দেশটি বলছে, দেশটিতে দক্ষ কর্মী ভিসা (এইচ-১বি) আবেদনকারীদের জন্য নতুন ১ লাখ মার্কিন ডলার ফি আরোপ “মানবিক পরিণতি” বয়ে আনতে পারে।

মূলত মার্কিন এই কর্মী ভিসার প্রধান সুবিধাভোগীই ভারতীয়রা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার নির্দেশ দেন, বর্তমানে নেওয়া ফি-এর তুলনায় ৬০ গুণ বেশি এ পরিমাণ ফি ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই কর্মী ভিসার মধ্যে সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয়রা। যুক্তরাষ্ট্র থেকে জারি হওয়া এই ভিসার ৭০ শতাংশই ভারতীয়দের হাতে যায়।

এমন অবস্থায় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো কর্মীদের সতর্ক করেছে, এইচ-১বি ভিসাধারীরা যেন যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে দ্রুত দেশে ফেরেন অথবা থাকলে বাইরে না যান। তবে শনিবার হোয়াইট হাউস স্পষ্ট করেছে, এই ফি বর্তমান ভিসা বা নবায়ন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন ফি পরিবারগুলোর মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে এবং এর ফলে মানবিক পরিণতি দেখা দিতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, এই সমস্যাগুলো যুক্তরাষ্ট্র উপযুক্তভাবে সমাধান করবে বলেই ভারত আশা করে।

ভারত জোর দিয়ে বলেছে, দক্ষ কর্মী বিনিময় দুই দেশের জন্যই “অসাধারণ অবদান” রেখেছে। বিবৃতিতে বলা হয়, উভয়ের পারস্পরিক সুবিধা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে নীতিনির্ধারকেরা সাম্প্রতিক পদক্ষেপগুলো পর্যালোচনা করবেন। তবে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে কিছু বলা হয়নি।

রাশিয়ার তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক আরোপ করার পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্র ২০২৪ সালে ভারতে ৪১.৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, আর আমদানি করেছে তার দ্বিগুণেরও বেশি— ৮৭.৩ বিলিয়ন ডলারের।

বাণিজ্য আলোচনার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স। ভারতের প্রধান বাণিজ্য সংগঠন ন্যাসকম বলেছে, এত অল্প সময়ে এত বড় পরিবর্তন আনার ফলে বিশ্বজুড়ে ব্যবসা, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য “চরম অনিশ্চয়তা” তৈরি হয়েছে।

হোয়াইট হাউস দাবি করেছে, ভিসাগুলো যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না, কিছু ক্ষেত্রে এগুলো “অপব্যবহার” করে মার্কিন মজুরি কমানো এবং আইটি চাকরি আউটসোর্স করা হচ্ছে। তবে নির্দেশনায় বলা হয়েছে, “জাতীয় স্বার্থে” হলে কেসভিত্তিক ছাড় দেওয়া যেতে পারে।

এইচ-১বি ভিসা মূলত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সাময়িকভাবে বিশেষায়িত দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের সুযোগ দেয়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় চার লাখ ভিসা অনুমোদন করেছে, যার মধ্যে দুই লাখ ৬০ হাজার ভিসাই ছিল নবায়ন।

আমার বার্তা/জেএইচ

দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে নতুন উচ্চতায় চীন- মরক্কো

চীন ও মরক্কো একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে।  মরক্কোর

ব্রিটেন আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে : গণমাধ্যম

২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ব্রিটেন আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।  যুক্তরাজ্যের গণমাধ্যমের

বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি— আফগানিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের

আফগানিস্তানে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি ফেরত দেওয়া নিয়ে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লিঙ্গবৈষম্যের জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নির্বাচনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক পাচারকালে পণ্যসামগ্রীসহ ৩ জন পাচারকারী আটক

দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে নতুন উচ্চতায় চীন- মরক্কো

ব্রিটেন আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে : গণমাধ্যম

বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

পূর্বাচলে টেস্টিং ইনস্টিটিউট স্থাপন করবে বিইআরসি

বিমান ঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতি— আফগানিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের

লিঙ্গবৈষম্যের জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা

রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

মাত্র ৩০ মিনিটে চার্জ করে চালানো যায় যে গাড়ি

মরক্কোয় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

টানা দ্বিতীয়বারের মতো ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি পেল আকিজ সিরামিকস

নোয়াখালীতে ১৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবাবি গ্রেপ্তার

সপ্তাহের প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৮০ কোটি টাকা লেনদেন

বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ৩৯ শতাংশ

বিলাল (রা.)-এর যে আমলে খুশি হয়েছিলেন প্রিয়নবী (সা.)

পাঁচদিনে ব্লক মার্কেটে লেনদেন ১২৪ কোটি টাকা

চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি: নৌ উপদেষ্টা

রিমার্কের পণ্যে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের প্রশংসা