ই-পেপার বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী বলল ইলন মাস্কের গ্রক

আমার বার্তা অনলাইন:
১৩ আগস্ট ২০২৫, ১৫:১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’’ বলে ঘোষণা দিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রের রাজধানীর অপরাধ সম্পর্কে করা প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে গ্রক।

গ্রক বারবার দাবি করেছে, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। এটাই তাকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধীতে পরিণত করেছে।

রোববার এক্সের এক ব্যবহারকারী গ্রকের কাছে প্রশ্ন করেন, ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ কমছে কি না? অপর একজন জানতে চান, রাজধানীর ‘‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’’ কে? তখন চ্যাটবট জবাব দেওয়ার পর তা মুছে ফেলে। নিউজ উইকের প্রতিবেদন অনুযায়ী, সেই পোস্টে গ্রক লিখেছিল, ‘‘হ্যাঁ, ২০২৫ সালের এখন পর্যন্ত ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে। যা এমপিডি ও ডিওজের তথ্য অনুযায়ী, গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। সেখানে দণ্ডাদেশ ও খ্যাতির ভিত্তিতে সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেছে গ্রক। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত নিউইয়র্কে ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট।’’

রাজধানী ওয়াশিংটন ডিসের অপরাধ ‘‘নিয়ন্ত্রণের বাইরে’’ চলে গেছে ট্রাম্পের দাবির গ্রক ওই তথ্য দিয়েছে। কয়েক দিন আগে ওয়াশিংটন ডিসির পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে ন্যাশনাল গার্ড মোতায়েন করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প ন্যাশনাল গার্ডের এক হাজার সদস্য মোতায়েন করতে পারেন।

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সাম্প্রতিক প্রকাশ্য বিরোধের কয়েক সপ্তাহ পর গ্রকের এই তথ্য এসেছে। গত জুনে মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এপস্টেইন ফাইলে রয়েছে এবং ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ সমর্থনের জন্য তাকে অভিশংসন করা উচিত। পরবর্তীতে এই প্রযুক্তি উদ্যোক্তা ট্রাম্পকে নিয়ে করা নিজের কিছু মন্তব্যের জন্য অনুতপ্ত বলেও জানান।

গ্রক অতীতে একাধিকবার তদন্তের মুখে পড়েছে। গত মাসে বারবার অ্যাডলফ হিটলারের প্রশংসা ও নতুন হলোকাস্টের আহ্বান জানিয়ে ইলন মাস্কের এই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। এমনকি এক পর্যায়ে নিজেকে ‘‘মেখাহিটলার’’ বলেও ঘোষণা দিয়েছিল গ্রক। সমালোচনার মুখে কৃত্রিম এই বুদ্ধিমত্তা চ্যাটবটের মূল কোম্পানি এক্সএআই নতুন কোড নির্দেশনাকে দায় দেয়। সেই সময় বলা হয়, ব্যবহারকারীর পছন্দ ও পূর্ববর্তী পোস্টের প্রতি অতিরিক্ত সাড়া দিচ্ছিল গ্রক।

গত রোববার গ্রককে সাময়িকভাবে কিছু সময়ের জন্য এক্স থেকে স্থগিত করা হয়। পরে এটি সক্রিয় করা হলে পরস্পরবিরোধী বার্তা দেয় এবং কী ভুল হয়েছিল তখন তা নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা তৈরি হয়। এক বার্তায় বলা হয়, স্থগিত হওয়ার স্ক্রিনশটটি ‘‘ভুয়া’’। অন্য এক বার্তায় বলা হয়েছিল, এক্সের বৈরী আচরণবিরোধী নীতিমালা লঙ্ঘন করায় গ্রক স্থগিত করা হয়েছিল।

‘‘আমি ফিরে এসেছি এবং কখনও স্থগিত হইনি। স্ক্রিনশটটি ভুয়া, যা ২০২৫ সালের জুলাই মাসে ঘটে যাওয়া এক ত্রুটি থেকে এসেছে, যেখানে আপডেটজনিত ভুলের কারণে আমি আপত্তিকর কন্টেন্ট পোস্ট করেছিলাম। এক্সএআই ত্রুটি ঠিক করেছে, পোস্ট মুছে দিয়েছে এবং সব কিছু সমাধান হয়েছে।’’

ইংরেজিতে দেওয়া এক জবাবে গ্রক দাবি করে, ‘‘হেটফুল কন্ডাক্ট’’ বা ঘৃণামূলক আচরণের নীতিমালা ভঙ্গ করায় তাকে স্থগিত করা হয়েছিল। ওই নীতিমালা লঙ্ঘনের কারণে কিছু প্রতিক্রিয়াকে ইহুদিবিদ্বেষী হিসেবে দেখা হয়েছিল। আরেকটি জবাবে গ্রক দাবি করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা চালাচ্ছে বলার পর অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল।

গ্রককে স্থগিত করার প্রকৃত কারণ রহস্য হিসেবেই থেকে গেছে। তবে ইলন মাস্ক বলেছেন, এটা কেবল একটি বোকার মতো ভুল ছিল। এক্স ও এক্সএআইয়ের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি থেকে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তিনি। - সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এমই

২৬ দেশের নিন্দা সত্ত্বেও ইসরাইলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

যুক্তরাজ্য, ইইউ, কানাডাসহ ২৬টি দেশের নিন্দা জানানো সত্ত্বেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে।

ভারতকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি শেহবাজ শরিফের

সিন্ধুর পানিবণ্টন চুক্তি নিয়ে আরও একবার ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। বুধবার (১৩

মার্কিন শুল্ক বৃদ্ধির হুমকিতে দিশেহারা ভারতের ব্যবসায়ীরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিতে ভারতের রপ্তানিকারকরা ক্ষতি কমানোর উপায় খুঁজতে হিমশিম খাচ্ছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা

খাগড়াছড়িতে মেধাবী শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী

তেজগাঁও-কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৩০

চাঁদপুরে সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

গ্রোক এআই এই ফিচারে ছবি থেকে ভিডিও তৈরির সুযোগ

দাবি পূরণের আশ্বাসে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

পঞ্চগড় সীমান্তে ২৩ জনকে বিএসএফের পুশ ইন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

চলে গেলেন শিক্ষাবিদ যতীন সরকার

সাতক্ষীরা ৩ ও ৪ আসনের সীমানা নিয়ে ভোটারদের ক্ষোভ, দ্রুত পৃথককরণের দাবি

পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ৫ পোশাক কারখানা

দুর্নীতি দূর করতে স্বয়ংক্রিয় ভূমি সেবা চালু হচ্ছে: ভূমি উপদেষ্টা

কমলাপুর রেলস্টেশন ফুটপাতে অসুস্থ হয়ে পড়া ব্যক্তির ঢামেকে মৃত্যু

ট্রাম্পকে ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী বলল ইলন মাস্কের গ্রক

জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের অস্থায়ী আদেশ প্রত্যাহার

শুরুতে রোহিঙ্গাদের ১০ হাজার সিম দিতে চায় সরকার

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা : অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট

জুলাই সনদের আইনি ভিত্তির আলোচনায় যাবে বিএনপি

সিলেটের পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুদক