ই-পেপার বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরা ৩ ও ৪ আসনের সীমানা নিয়ে ভোটারদের ক্ষোভ, দ্রুত পৃথককরণের দাবি

মীর আবু বকর:
১৩ আগস্ট ২০২৫, ১৫:৪৭

নির্বাচন কমিশন কতৃক সাতক্ষীরা ৩ ও ৪ আসনের নতুন সীমানা নির্ধারণ করায় এলাকার ভোটার ও সচেতন জনগনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।আশাশুনি উপজেলা যেমন নদী দিয়ে চার খণ্ডে বিভক্ত তেমনি শ্যামনগর তিন খণ্ডে বিভক্ত এবং দেশের সবচেয়ে বড় উপজেলা।তাছাড়া আশাশুনির সঙ্গে শ্যামনগরের সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। দুটি উপজেলারই যোগাযোগ ব্যবস্থা অন্যান্য উপজেলার তুলনায় অনেক দুর্গম ও নাজুক।যেকারণে দেশ স্বাধীন হওয়ার পরে আশাশুনি ও শ্যামনগর পৃথক সংসদীয় আসন ছিলো।

কিন্তু চলতি বছরের ৩০ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে (সাবেক ২ টি আসনকে) একিভূত করে সাতক্ষীরা ৩ সংসদীয় আসন বিন্যাসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। যা উপকূলীয় মানুষের সাথে চরম অন্যায় করা হয়েছে।

স্থানীয় দুই উপজেলার রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণত মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরা জেলার দক্ষিণাংশের আশাশুনি ও শ্যামনগর উপজেলা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ২০০৮ সালের আগ পর্যন্ত ২টি আসন ছিল। সংসদীয় এলাকা (সাতক্ষীরা ৩) শুধু আশাশুনি উপজেলা নিয়ে গঠিত। অপরটির সংসদীয় এলাকা (সাতক্ষীরা ৫) যেটা ছিল শুধু শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত। যা ছিল ভৌগোলিকভাবে দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগপূর্ণ উপকূলীয় এলাকা। এরপর বিগত সরকারের আমলে জামায়াত ও বিএনপির বেজ এলাকা বাছাই করে শুধু ভোটার সংখ্যার বিবেচনায় বেশ কিছু সংসদীয় এলাকায় আসন কমিয়ে আলীগের সুবিধা দিতে ঢাকাসহ আরও কিছু জায়গায় আসন বৃদ্ধি করা হয়। তারই অংশ হিসেবে সাতক্ষীরা ৩ ও ৪ আসনের সীমানা নির্ধারণের নামে ভেঙে নতুন আসন গঠন করা হয়। কালীগঞ্জ ও দেবহাটা নিয়ে গঠিত আসন বিলুপ্ত করা হয়। দেবহাটা সম্পূর্ণ ও কালিগঞ্জের ৪ টি ইউনিয়ন আশাশুনি উপজেলার সঙ্গে জুড়ে দিয়ে করা হয় সাতক্ষীরা ৩ আসন। কালীগঞ্জের বাকি ইউনিয়ন জুড়ে দেওয়া হয় সাতক্ষীরা ৪ আসন তথা শ্যামনগরের সঙ্গে। যে কারণে সাতক্ষীরা জেলা হারায় একটি সংসদীয় আসন।

কিন্তু এবার পূর্বের ২ টি আসনকে না ফিরিয়ে দিয়ে হঠাৎ করেই চলতি বছরের ৩০ জুলাই আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে সংসদীয় ৩ আসন ঘোষণা করেন নির্বাচন কমিশন। যা উপকূলীয় মানুষের সাথে চরম অবিচার করা হচ্ছে বলে মনে করেন দুই উপজেলার নাগরিকরা। শুধু তাই নয় দুই উপজেলার নাগরিক ইতিমধ্যে নির্বাচন কমিশন সহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তার কাছে স্মারকলিপি ও বিভিন্ন আবেদন করেছেন। পাশাপাশি আসন দুটি পৃথক করার জন্য মিছিল, মিটিং সভা-সমাবেশ অব্যাহত রেখেছে। বৃহত্তর দুটি উপজেলা সংসদ একজন কোনভাবে সম্ভব নয়। এই সিদ্ধান্ত বিদ্যামান থাকলে দুই উপজেলার মানুষ সকল নাগরিক সেবার পাশাপাশি সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হবে।আশাশুনি উপজেলার ৩৭৪.৮১ বর্গ কিলোমিটার আয়তনে প্রায় ৫ লক্ষ জনগন। যা দেশের সব থেকে জনসংখ্যায় বড় একটি উপজেলা এবং শ্যামনগর উপজেলার ১৯৬৮.২৪ বর্গকিলোমিটার আয়তনের মধ্যে ৪২৩.১১ বর্গকিলোমিটার মূল ভূখণ্ড এবং ১৪৮৫.১৩ বর্গকিলোমিটার সুন্দরবন। এটি বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় একটি উপজেলা। যার জনসংখ্যা ৬ লক্ষের অধিক। অথচ ঝালকাঠি, শরিয়াতপুর, গোপালগঞ্জ, জামালপুর, বি-বাড়িয়া, মেহেরপুর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন এলাকায় পৃথক আসন বিদ্যমান রয়েছে। এই আসনগুলি সর্বাধিক উন্নত এবং ভোটার সংখ্যা অতি নগণ্য। সেই তুলনায় সাতক্ষীরা আসন ২ দুটি অনুন্নত,দূগম, উপকূলীয় এবং জনসংখ্যা ওদের তুলনায় বহুগুণ বেশি।

সামগ্রিক বিবেচনায় অবিচার করা হচ্ছে সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর মানুষের উপর।সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর আশাশুনির বেতনা, মরিচ্চাপ, গলঘেষিয়া, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে কোনো না কোনো এলাকা প্লাবিত হয়। তদ্রুপ শ্যামনগর উপজেলার গাবুরা, পাতাখালী,পাখিমারা, কালিবাড়ি, কৈখালী, জেলেখালি, কাশিমাড়ি, বন্যতলা সহ বিভিন্ন পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ২ উপজেলার ২৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিস্তির্ণ এলাকায় জুড়ে নদী ভাঙ্গন কবলিত।দুর্যোগকালীন সময়ে একজন সংসদ সদস্যের পক্ষে তদারকি করা কোনক্রমেই সম্ভব নয়। সংসদীয় আসন দুটির ভোটারেরা বলেন, স্বাধীনতার পর থেকে আশাশুনি ও শ্যামনগর পৃথক সংসদীয় আসন। নতুন সিমানা নির্ধারণ করায় উপজলার সর্বমহলে ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা দুটি উপকূলীয়, বনজীবী, শ্রমজীবী নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। শুধু তাই নয় জেলা শহর থেকে যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক, ভঙ্গুর। তা সত্ত্বেও দুই উপজেলায় পূর্বের ২ সংসদীয় আসন না ফিরিয়ে দিয়ে বৃহৎ ২ আসনকে একটি আসনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। অবাক করার বিষয় প্রায় ১১ লক্ষাধিক জনগোষ্ঠী নিয়ে নির্বাচন করা একজন সংসদ সদস্যের পক্ষে কোনভাবে সম্ভব নয়।শ্যামনগর ও আশাশুনির ভোটাররা বলেন,স্বাধীনতার পর থেকে আশাশুনি ও শ্যামনগর পৃথক সংসদীয় আসন। নতুন সিমানা নির্ধারণ করায় উপজলার সর্বমহলে ক্ষোভ দেখা দিয়েছে।

দাবি একটাই আশাশুনি ও শ্যামনগর পৃথক পৃথক সংসদীয় আসন করা হোক।দেশের বৃহত্তর উপজেলাকে আশাশুনির সাথে জুড়ে দিয়ে জনগণের উন্নয়ন থেকে বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে।ভোটাররা এ বিষয়ে তীব্র বিরোধিতা করে আসছে। পূর্বের ন্যায় আশাশুনি এবং শ্যামনগরকে পৃথক দুটি আসন করতে জোর দাবী জানিয়েছেন। যে কারনে দুই উপজেলার সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনের সচিবালয়ের উল্লেখিত ৩০ জুলাইয়ের বিজ্ঞপ্তির ঘোর আপত্তি করছেন এই দুই উপজেলার সর্বমহল। পাশাপাশি কমিশনের নতুন সিদ্ধান্ত বাতিল পূর্বক জনস্বার্থে আগের মত আশাশুনি ও শ্যামনগর উপজেলার ভোটাররা।দাবী একটাই আশাশুনি ও শ্যামনগর পৃথক সংসদীয় আসন করা হোক।

আমার বার্তা/এমই

ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫ জন

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে পর আকরাম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে।

গাজীপুরে পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেপ্তার

গাজীপুরের গাছা কমলেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার

বন্যহাতির তাণ্ডবে পাহাড়ি জনপদে আতঙ্ক, ক্ষতিগ্রস্ত ফসল ও ঘরবাড়ি

জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের অন্তত ২৫টি গ্রামে বন্যহাতির তাণ্ডব অব্যাহত

আন্দোলন থামাতে আইনশৃঙ্খলা বাহিনী নামবে: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থখাতের সংস্কারে তিন দফা আন্দোলনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো আবু জাফর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল নিয়ে একা যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের পাশে বিশ্বের দেড়শ দেশ

এসেনসিয়াল ড্রাগস থেকে ৭২২ জন ছাঁটাই, তালিকায় আরও এক হাজার

৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে সরকার

গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫ জন

আগস্টের ১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না, রায় ২ সেপ্টেম্বর

গাজীপুরে পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেপ্তার

বন্যহাতির তাণ্ডবে পাহাড়ি জনপদে আতঙ্ক, ক্ষতিগ্রস্ত ফসল ও ঘরবাড়ি

উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার

ট্রাইব্যুনালে কেঁদে হাসিনা কাদেরের বিচার চাইলেন ইয়াকুবের মা

আন্দোলন থামাতে আইনশৃঙ্খলা বাহিনী নামবে: স্বাস্থ্য অধিদপ্তর

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া-চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব

কয়া সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

৪ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

জুলাই সনদের আলোকে নির্বাচন করতে হবে: ইসলামী আন্দোলন

হাসিনা পরিবারের মিথ্যা হলফনামা, প্লট দুর্নীতি মামলায় তিন সাক্ষী

সোনালী ব্যাংক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা উধাও