মাগুরায় সোনালী ব্যাংকের একটি শাখায় এক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা রহস্যজনকভাবে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা টাকা তুলেছে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষও স্পষ্ট কোনো জবাব দিতে পারেনি।
ভুক্তভোগী উষা এস সি লিমিটেডের মালিক ও চেয়ারম্যান মো. টিটুল জানান, তার প্রতিষ্ঠানের নামে খোলা চলতি হিসাব থেকে ধাপে ধাপে পুরো অর্থ তুলে নেয়া হয়েছে।
তার দাবি, অনুমতি ছাড়াই ব্যাংক থেকে চেক বই ইস্যু করা হয়েছে এবং ১০-২০ লাখ টাকা একবারে উত্তোলনের পরও কোনো ফোন কল বা বার্তা পাঠানো হয়নি।
টিটুল বলেন, ‘ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে প্রতারক চক্র টাকা তুলে নিয়েছে। উত্তোলনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার হয়েছে, সেটি আমার নয়।’
সোনালী ব্যাংকের মাগুরা শাখার বর্তমান ম্যানেজার বলেন, ‘ঘটনাটি আগের ম্যানেজারের সময়ে ঘটেছে; তাই দায়ভার তার। তবে ব্যাংকের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি।’
এ ঘটনায় ক্ষুব্ধ টিটুল নিজেই আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আমার বার্তা/এল/এমই