কুয়েতে সংশোধন করা হয়েছে শুল্ক আইন। এখন থেকে দেশটিতে প্রবেশ বা দেশত্যাগের সময় সঙ্গে তিন হাজার কুয়েতি দিনার বা সমমূল্যের নগদ অর্থ, গহনা কিংবা উচ্চমূল্যের পণ্য থাকলে তা জানাতে হবে। আইন অমান্যকারীদের গ্রেফতার অথবা সঙ্গে থাকা স্বর্ণ বাজেয়াপ্ত করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
আন্তর্জাতিক মান অনুযায়ী শুল্ক ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে কুয়েতে শুল্ক আইনের সংশোধন করা হয়েছে। সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন বা সিজিসির কোন নিয়মগুলো মেনে চলতে হবে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
নতুন শুল্ক আইন অনুযায়ী, এখন থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর অথবা স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ বা বের হওয়ার সময় কারো কাছে তিন হাজার কুয়েতি দিনার বা সমমূল্যের গহনা কিংবা ঘড়ি কিংবা অন্য প্রসাধনীর মতো উচ্চমূল্যের পণ্য থাকে কাস্টমস বিভাগকে অবগত করতে হবে। বহনকারীরা ক্রয়ের রশিদসহ সঠিক প্রমাণ ঘোষণা করতে ব্যর্থ হলে আইন অমান্যকারী হিসেবে হতে পারেন গ্রেফতার অথবা জব্দ করা হবে সম্পদ।
প্রবাসীরা বলছেন, অনেকেই দেশে যাওয়ার সময় পরিবারের জন্য স্বর্ণের গহনা নিয়ে যেতেন। কুয়েতের আইন সম্পর্কে না জানার কারণে ভ্রমণের সময় অনেকেই দুশ্চিন্তায় থাকতেন। কিন্তু এখন নিয়ম পরিষ্কার হওয়ায় প্রবাসীরা স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
ব্যবসায়ীরা বলছেন, প্রবাসীরা তাদের কাছে স্বর্ণ কিনতে এসে প্রশ্ন করে নিয়ম জানতে চাইতেন, কিন্তু তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারতেন না। এখন সরকারিভাবে নিয়ম আসায় গ্রাহকদের সঠিক পরামর্শ দেয়া সম্ভব হবে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রীদের প্রবেশ এবং বের হওয়ার সময় কাস্টমস ঘোষণা ফর্ম পূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস বা জিএসি কুয়েত কাস্টমস কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটেও জানা যাবে বিস্তারিত তথ্য।
আমার বার্তা/এল/এমই