ই-পেপার শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের

আন্তর্জাতিক ডেস্ক:
২৩ জানুয়ারি ২০২৫, ০৯:২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

এক সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানিয়েছেন জয়শঙ্কর। তবে বাংলাদেশের বিষয়ে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর জয়শঙ্করের সাথে নিজের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

পৃথক প্রতিবেদনে ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দ্বিপাক্ষিক আলোচনার সময় বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সাথে তার আলোচনার বিষয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন: “আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলা ঠিক হবে না।”

এদিকে ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী মাসে (ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন বলে জানা গেছে। চীনকে মোকাবিলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত। দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হলে তাদের এজেন্ডায় এ দুটি বিষয় থাকবে।

এছাড়া হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

এমন অবস্থায গত সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকও করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প-মোদি বৈঠক আয়োজন নিয়ে মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি জয়শঙ্করের এজেন্ডায়ও রয়েছে বলে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। মূলত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দেওয়া হচ্ছে যাতে ওয়াশিংটন কোনও ধরনের বাণিজ্যিক বিধি-নিষেধ আরোপ না করে।

আমার বার্তা/এমই

জানা গেল কানাডার সঙ্গে ট্রাম্পের বাণিজ্য আলোচনা বাতিল করার কারণ

ভুয়া বিজ্ঞাপন প্রচারের কারণে প্রতিবেশী রাষ্ট্র কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করার

নিউজিল্যান্ডে কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব

নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল সংসদে

মস্কোয় মরক্কো-রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

এই উচ্চ পর্যায়ের বৈঠকটি ২০১৬ সালের মার্চ মাসে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ এবং রাশিয়ান প্রেসিডেন্ট

এপেক সম্মেলনে আলাদা বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উপদেষ্টারা শেখ হাসিনার মতো হতে চান: তারেক

মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৫০ জেলে আটক, ৩৫ ট্রলার জব্দ

মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৫০ জেলে আটক, ৩৫ ট্রলার জব্দ

যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

জানা গেল কানাডার সঙ্গে ট্রাম্পের বাণিজ্য আলোচনা বাতিল করার কারণ

এখন দেখা যাচ্ছে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে: আকন্দ

নিউজিল্যান্ডে কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব

নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত: শফিকুল আলম

মস্কোয় মরক্কো-রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিল

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

সিলেট-সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, মা-মেয়ে নিহত

এপেক সম্মেলনে আলাদা বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

যৌথ অগ্নিনির্বাপণ মহড়া চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নির্বাচন কমিশন চাইলে পুরো এলাকার ভোট বাতিল করতে পারবে: আইন উপদেষ্টা

ভারতের হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসে ভয়াবহ আগুন, নিহত ১০

গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি: জাতিসংঘ

২৪ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক