ই-পেপার শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কানাডার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়ার অভিযোগ ভারতের

বিশ্ব বার্তা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৪

হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত জড়িত- কানাডার এমন দাবি নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর। তিনি বলেছেন, বিদেশের মাটিতে কাউকে হত্যা করা ভারত সরকারের নীতি নয় এবং অটোয়ার কাছে তাদের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক প্রমাণ চাওয়া হয়েছে। পেলে অবশ্যই সেগুলো খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি কানাডার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়ার অভিযোগও করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেইন রিলেশনের (সিএফআর) এক সংলাপে অংশগ্রহণ করেন জয়শঙ্কর। সেখানে কানাডার মাটিতে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত- কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এমন মন্তব্যের বিপরীতে আপনার কোনো মন্তব্য রয়েছে কি না- এমন এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘কানাডার কর্মকর্তাদের সঙ্গে আমরা কী আলাপ করেছি তা আমি আপনাদের সামনে খোলাখুলি তুলে ধরতে চাই। প্রথমত, আমরা কানাডা সরকারকে বলেছি, এটি ভারত সরকারের নীতি নয়। দ্বিতীয়ত, আমরা কানাডীয়দের আরও বলেছি, ‘দেখুন, আপনাদের কাছে যদি প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট কিছু থাকে, তবে আমাদের জানান। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি ঘটনাকে পরিপূর্ণভাবে বুঝতে হলে তার প্রেক্ষাপট বুঝতে পারাটা জরুরি। কারণ, প্রেক্ষাপট ছাড়া কোনো একটি ঘটনার পূর্ণাঙ্গ চিত্র ধরা পড়ে না।

জয়শঙ্কর কানাডায় সংঘবদ্ধ অপরাধ বেড়ে গেছে উল্লেখ করে বলেন, ‘আপনাদের মানতে হবে, বিগত কয়েক বছরে কানাডায় প্রকৃতপক্ষে প্রচুর সহিংসতা, চরমপন্থী কার্যক্রম ও সংঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি ঘটনাগুলো ঘটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এসব বিষয়ে কানাডাকে বারবার বলেছি। আমরা তাদের সেই সব সংঘবদ্ধ অপরাধের মূল হোতাদের তথ্য দিয়েছি।’

জয়শঙ্কর আরও বলেন, ‘আমরা অনেক অপরাধীকে ফিরিয়ে আনতে কানাডার কাছে অনুরোধ জানিয়েছি। দেশটিতে অনেক চিহ্নিত সন্ত্রাসবাদী নেতা রয়েছে। সব মিলিয়ে আপনাদের বুঝতে হবে আসলে প্রকৃত ঘটনা কী?’ তিনি আরও বলেন, ‘সেখানে আসলে কী ঘটছে তা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কারণে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, এসব ঘটনা কানাডার অনুমতি সাপেক্ষেই হয়েছে। তো আমাদের এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেখানে আমাদের কূটনীতিকদের হুমকি দেওয়া হচ্ছে, কনস্যুলেটে আক্রমণ করা হচ্ছে এমনকি মাঝে মাঝে দেশটি থেকে এমন মন্তব্যও আসছে, যা আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল।’

সংলাপে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, যদি কানাডা সরকার সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক তথ্য দেয়, তবে ভারত সরকার দেশটির সঙ্গে সহযোগিতা করবে কি না। জবাবে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘যদি কেউ আমাকে সুনির্দিষ্ট কিছু দেয়—এটি কেবল কানাডার জন্য নির্ধারিত নয়—কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, তবে আমি সরকারের অংশ হিসেবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব। অবশ্যই খতিয়ে দেখব।’

এবি/জেডআর

ব্রিটিশ পার্লামেন্টে আবারও আলোচনায় বাংলাদেশ পরিস্থিতি

ব্রিটিশ পার্লামেন্টে তিন দিনের ব্যবধানে আবারও উঠল বাংলাদেশ পরিস্থিতি। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি বাংলাদেশি

খান ইউনিসে অন্তত ১০০ সন্ত্রাসীকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার খান ইউনিসে অন্তত ১০০ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি

অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সে উচ্চগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ হামলার ঘটনা

কোটা আন্দোলন ঘিরে যুক্তরাজ্যের পার্লামেন্টে রুপা হকের প্রশ্ন

যুক্তরাজ্যের পার্লামেন্টে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দফা দাবিতে ‘জাতীয় ঐক্যে’র ডাক বিএনপির

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল সাগরের, ফিরলেন লাশ হয়ে

দেশের অর্থনীতিকে পঙ্গু করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে

সাংবাদিক সাঈদ খানকে গ্রেপ্তারে বিএফইউজে ও ডিইউজের নিন্দা

ঢাকাসহ চার জেলায় আজ ৯ ঘণ্টা কারফিউ শিথিল

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

নদীর বুকে প্যারিস অলিম্পিকের উদ্বোধন

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে

২৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি

গণ-আন্দোলন দমাতে কারফিউ দিয়ে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দিতে চাইছে

সহিংসতায় ঢাকায় ২০৯ মামলা, গ্রেপ্তার ২৩৫৭

নাহিদ-আসিফসহ তিন সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টে আবারও আলোচনায় বাংলাদেশ পরিস্থিতি

দুই সমন্বয়ককে নিয়ে সরকার পতনের আলোচনা করেন নুর

বিক্ষোভকারী প্রবাসীদের বাংলাদেশে ফেরত পাঠাবে মালদ্বীপ

প্রতিটি হামলার বিচার হবে, শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বেরোবি

আন্দোলনে ঢাবির হলের ৩০০ কক্ষ ভাঙচুর হয়েছে: উপাচার্য