ই-পেপার রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

মিস ইউনিভার্স বিজয়ীকে যে কারণে ‘ভুয়া’ বললেন পদত্যাগী বিচারক

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৫, ১৪:৪০
আপডেট  : ২৩ নভেম্বর ২০২৫, ১৪:৪২
মিস ইউনিভার্স বিজয়ী ফাতিমা বোশ। ছবি: সংগৃহীত

৭৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জমকালো সমাপ্তি ঘটলেও, মেক্সিকোর ফাতিমা বোশের মুকুট জয়কে ঘিরে এখন বিশ্বজুড়ে তীব্র বিতর্ক চলছে। প্রতিযোগিতার অন্যতম বিচারক প্যানেল থেকে পদত্যাগকারী লেবানিজ-ফরাসি সুরকার ওমর হারফুশ অভিযোগ করেছেন, পুরো প্রতিযোগিতার ফলাফল ছিল পূর্বনির্ধারিত, ফাতিমার জয় হয়েছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে।

মিস ইউনিভার্সের মালিক রাউল রোচা-এর সঙ্গে বিজয়ী ফাতিমা বোশের বাবার গভীর ব্যবসায়িক লেনদেনের জেরেই এই কারচুপি করা হয়েছে বলে ওমরের দাবি।

ফাইনালের মাত্র কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামে ওমর হারফুশ একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি লেখেন, ‘মিস মেক্সিকো একজন ভুয়া বিজয়ী। মিস ইউনিভার্স ফাইনালের ২৪ ঘণ্টা আগে আমি আমেরিকান এইচবিও-তে একান্ত সাক্ষাৎকারে বলেছিলাম যে মিস মেক্সিকোই জিতবে—কারণ মিস ইউনিভার্সের মালিক রাউল রোচার ফাতিমা বোশের বাবার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।’

হারফুশ আরও দাবি করেন, ‘রাউল রোচা এবং তাঁর ছেলে এক সপ্তাহ আগে দুবাইয়ে আমার কাছে অনুরোধ করেছিলেন, যেন আমি ফাতিমা বোশের পক্ষে ভোট দিই। তাঁরা বলেন, এটি আমাদের ব্যবসার জন্য ভালো হবে, তাই তাঁরা ফাতিমার জয় নিশ্চিত করতে চেয়েছিল।’ হারফুশ জানিয়েছেন, এই বিতর্ক ও কারচুপির পূর্ণাঙ্গ তথ্য ও প্রমাণ ২০২৬ সালের মে মাসে এইচবিও-তে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে।

পদত্যাগ করা বিচারক ওমর হারফুশ এবং মিস ইউনিভার্স বিজয়ী ফাতিমা বোশ। ছবি: সংগৃহীত

ওমর হারফুশের অভিযোগ শুধু ফলাফল কারচুপিতেই সীমাবদ্ধ থাকেনি। তিনি দাবি করেন, তিনি পদত্যাগ করেছেন কারণ চূড়ান্ত রাউন্ডের আগেই একটি ‘গোপন কমিটি’ শীর্ষ ৩০ ফাইনালিস্টদের নির্বাচন করে ফেলেছিল।

এছাড়া, তিনি প্রতিযোগিতার মধ্যে একটি ‘গুরুত্বপূর্ণ স্বার্থের সংঘাত’-এর দিকে ইঙ্গিত করেন। তাঁর অভিযোগ, একজন প্রতিযোগী এবং নির্বাচন কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে কথিত অবৈধ সম্পর্ক ছিল, যা প্রতিযোগিতার নিরপেক্ষতাকে নষ্ট করেছে।

বিচারকের পদত্যাগ নিয়ে বিতর্কের মুখে মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও)-এর সভাপতি রাউল রোচা একটি ভিডিও বিবৃতি দেন। রোচা নিশ্চিত করেন, ওমরের এসব অভিযোগের কারণে তাঁকে বিচারকের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তাঁর সিদ্ধান্তে অনড়।

তিনি জানান, ওমরের ভিত্তিহীন এবং অবিবেচনাপ্রসূত মন্তব্যগুলো ‘বিয়ন্ড দ্য ক্রাউন’ নামের একটি দাতব্য উদ্যোগকে ঝুঁকির মুখে ফেলছিল। প্রমাণ হিসেবে রোচা টেক্সট মেসেজও প্রকাশ করেন, যেখানে তিনি ওমরকে তাঁর অভিযোগের জন্য হতাশার কথা জানান এবং বিচারক হিসেবে তাঁকে বাদ দেওয়ার হুমকি দেন। ওমর অবশ্য রোচার এই বক্তব্য অস্বীকার করে জানান, রাউল রোচার সঙ্গে হওয়া একটি ‘অসম্মানজনক কথোপকথন’-এর কারণেই তিনি নিজ থেকে পদত্যাগ করেছেন।

মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে ওমরের সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিযোগিতার সমস্ত মূল্যায়ন স্বচ্ছ প্রোটোকল অনুসরণ করেই করা হয় এবং কোনো ইম্প্রোম্পটু জুরি বা গোপন কমিটি গঠন করা হয়নি। এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এমইউও ওমর হারফুশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে এবং তাঁকে ব্র্যান্ডের ট্রেডমার্ক ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।

৭৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ২১ নভেম্বর থাইল্যান্ডের ননথাবুরিতে অনুষ্ঠিত হয়। বিজয়ী ফাতিমা বোশ ডেনমার্কের ভিক্টোরিয়া কজার থেইলভিগের কাছ থেকে মুকুট গ্রহণ করেন এবং মেক্সিকো থেকে চতুর্থ প্রতিযোগী হিসেবে এই মর্যাদাপূর্ণ খেতাব জয় করেন।

আমার বার্তা/এমই

‘চাঁদের আলো’ সিনেমার পরিচালক নজরুল ইসলাম মারা গেছেন

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন। তিনি 'চাঁদের আলো' সহ একাধিক জনপ্রিয় সিনেমার

নতুনভাবে ফেরার ইঙ্গিত দিলেন বিদ্যা সিনহা মিম

দুই বছরের বেশি সময় ধরে নতুন কোনো কাজ মুক্তি পায়নি বিদ্যা সিনহা মিমের। ২০২৩ সালের

ব্ল্যাক ড্রামায় ঝলমল সুনেরাহ

ঢালিউডে ফ্যাশন সেন্সে মৌলিকতা দেখাতে পারলেই যে আলাদা করে আলোচনায় আসা যায়, তা যেন বারবার

প্রাণনাশের হুমকির অভিযোগে আইনি ব্যবস্থা নিচ্ছেন পপি

পারিবারিক দ্বন্দ্বে ফের শিরোনামে এলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এবার তিনি এনেছেন হত্যার হুমকির অভিযোগ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনোসাইডের হুমকি জনগণ ভালোভাবে নেবে না

ভুটানে জিটুজি ভিত্তিতে ওষুধ রফতানির প্রস্তাব দিল বাংলাদেশ

বেরোবি ও ব্রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভূমিকম্প ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে

নারায়ণগঞ্জে তিতাসের পাইপলাইন ফেটে গ্যাস সংযোগ ব্যাহত

আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করবে না এনসিপি: নাহিদ ইসলাম

প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না: আমীর খসরু

পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নামলো তাপমাত্রা

প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

ঐকমত্য কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নেই: আলী রীয়াজ

মন্ত্রী-বিচারপতিরা আসতে পারলে আপনারা কেন পারবেন না

প্রশিক্ষিত রাজনৈতিক কর্মীর মাধ‍্যমেই রাষ্ট্র মেরামত সম্ভব: ড. নয়ন বাংগালি

ঢাকাকে বাসযোগ্য করতে আধুনিক নগর পরিকল্পনার আহ্বান পরিবেশ উপদেষ্টার

দেশের মঙ্গলের জন্য বিএনপির বিকল্প নেই: আব্দুস সালাম

আয়ারল্যান্ডকে হারিয়ে মুশফিককে শততম টেস্টের উপহার দিল বাংলাদেশ

নির্বাচনে আস্থা ফেরাতে প্রচারণায় গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ 

গুমের মামলায় শেখ হাসিনার হয়ে লড়বেন জেডআই খান পান্না