মডেলিং এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ আবারও অ্যাওয়ার্ড পেলেন এ সময়ের জনপ্রিয় মডেল আখি আফরোজ। মডেল হিসেবে অভিষেকের পর থেকেই একের পর এক অ্যাওয়ার্ড পেয়ে আসছেন তিনি। স্মার্ট ও রুচিশীল হিসেবে পরিচিত এ মডেল এবার পেলেন এশিয়া কালচারাল সোসাইটি অব বাংলাদেশ প্রদত্ত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৫।
শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি থ্রী স্টার হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেতা আহমেদ শরীফ তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
এ সময় অ্যাওয়ার্ড প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এর সভাপতি অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, এশিয়া কালচারাল সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি নীলা সরকার, অভিনেত্রী শবনম পারভিন, জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজা। এ সময় শোভিজের আরও তারকাদেরও বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আমার বার্তা/এমই