জনপ্রিয় মডেল সিফাত নুসরাত এর অর্জনের ঝাঁপিতে যুক্ত হয়েছে আরও একটি অ্যাওয়ার্ড। তবে এটি মডেল হিসেবে নয়। লেখক হিসেবেই তিনি এ অ্যাওয়ার্ড পেয়েছেন।
শোভিজ তারকা সিফাত মডেল হিসেবে পরিচিত হলেও ইদানিং লেখালেখিতেও তার পদাচারণা সমুজ্জ্বল। ইতোমধ্যে বই রুহি দিলরুবা কোথায়? ও অগ্নিকন্যা নামে তার দু'টি গ্রন্থও প্রকাশ পেয়েছে।
দু'টি বইই পাঠকমহলে বেশ সাড়া পেয়েছে। তবে তা তারকার গ্রন্থ বলে নয়, লেখা দিয়েই পেয়েছে পাঠকপ্রিয়তা।
এরমধ্যে দ্বিতীয় গ্রন্থ (কাব্য) অগ্নিকন্যা'র জন্যই পেয়েছেন টেজাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ–টেজাব এই অ্যাওয়ার্ড প্রবর্তন করে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিচারপতি সিকদার মকবুল হক, কিংবদন্তী নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহজাহান সাজু, এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ, দৈনিক গণকণ্ঠ'র নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি–বাচসাস সহ-সভাপতি সালাম মাহমুদ, বাচসাসের সাবেক ভারপ্রাপ্ত ও বিজয় টিভির সাবেক বার্তা সম্পাদক বাদল আহমেদ।
অতিথিবৃন্দ সিফাত নুসরাত এর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
সিফাত নুসরাত মডেলিং এ পদার্পণ করে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মডেলের স্বীকৃতি অর্জন করেন এবং বিশ্বময় স্বীয় মাতৃভূমির দ্যুতি ছড়ান।
তিনি মডেলিং অভিষেক করার পূর্বে সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায়ও যুক্ত ছিলেন।
বর্তমানে তিনি দেশের জনপ্রিয় দৈনিক সংবাদ সারা বেলা'র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সিফাত নুসরাত সামাজিক ও মানব কল্যাণমূলক কাজেও নিবেদিত রয়েছেন। এরজন্য তিনি নুজ ওয়েলফেয়ার নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেন।
মডেল সিফাত নুসরাত ছাত্র জীবনে আবৃত্তি, বিতর্ক এ সংস্কৃতি চর্চায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
আমার বার্তা/জেএইচ