সিরাজগঞ্জের তাড়াশে "জিয়া মঞ্চের" আহবায়ক কমিটির অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে তাড়াশ ডিএমএ মাল্টিপারপাস হল রুমে "জিয়া মঞ্চ"তাড়াশ উপজেলা শাখার আহবায়ক মির্জা আব্দুর রশীদ মাহমুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহবায়ক খাজা ময়েন উদ্দিন।
তাড়াশ উপজেলার শাখার জিয়া মঞ্চের সদস্য সচিব জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও প্রধান আলোচক সিরাজুল আলম সরকার, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় প্রধান আলোচক বলেন, "জিয়া মঞ্চ" বিএনপি'র একটি সহযোগী সংগঠন। এ সংগঠন অনিয়ম- দূর্নীতির উর্ধে থেকে সুস্থ্য সমাজ, দেশ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে ২০২৪ সালের জুলাই - আগষ্ট বিপ্লবে শহীদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলার প্রতিটি ইউনিয়নে আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।