হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির তিনটি ছবি। যেখানে তাকে অফিস ডেস্কে চশমা পরিহিত অবস্থায় সবুজ স্যুটে দেখা গেছে।
ছবিগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন। কেউ কেউ এই অভিনেত্রীকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন।
বিষয়টি নিয়ে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি। যেখানে তিনি বলেছেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।
সামিরা খান মাহির কথায়, ‘অনেকে বলছে, মিয়া খলিফার মতো দেখতে লাগছে। কিন্তু সে অন্য রকম। তার একটা পেশা আছে, তার জীবন আলাদা—সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।’
মাহি জানালেন, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ প্রচারের দরকার নেই তার। অভিনেত্রীর কথায়, ‘আমি কখনোই নেতিবাচক, সস্তা ও অরুচিকর প্রচারণা চাই না। কারণ ছাড়াই যারা উল্টাপাল্টা মন্তব্য করে বেড়ায়, তারা পুরোপুরি অসুস্থ, তাদের সঠিক চিকিৎসা দরকার।’
বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত হয়। যেখানে দেখা গেছে সবুজ রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’।
এই ছবিগুলো মূলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সেটে তোলা। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন বলে জানা যায়।
আমার বার্তা/এমই