বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর প্রযোজক বেনি ব্লাঙ্কোকে মন দেন সেলেনা। এরপর এক বছর আগে বাগদানও সারেন তারা। এবার বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী সেলেনা এবং সংগীত প্রযোজক বেনি বিয়ে করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবে তারকাখচিত বিয়ের আসর। একটি সূত্র বলেন, “নিমন্ত্রিত অতিথিদের এক সপ্তাহ থাকার জন্য ব্যাগ গুছিয়ে আনতেও বলা হয়েছে।”
নিমন্ত্রিত অতিথিদের তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “কেবল পরিবার ও বন্ধু-বান্ধবরাই নয়, নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বড় বড় সব তারকারা। যেমন: টেইলর সুইফট, মার্কিন তারকা ফুটবলার ট্র্যাভিস কেলস, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সেলেনার সহ-অভিনেতাসহ অনেকে।”
কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষে এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে আহত হয়েছিলেন সেলেনা।
সেলেনা তার তথ্যচিত্রে বলেছিলেন, “বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি।”
আমার বার্তা/এল/এমই