ই-পেপার শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

ফের কাঁচা মরিচে দাম বাড়লো

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৩, ১১:৪৮

কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা জনগণকে স্বস্তি দিতে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। পাশাপাশি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যে কারণে কমেছিল পণ্যটির দাম। কিন্তু হঠাৎ করেই আবারও কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। এক রাতের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ২২০ থেকে ২৮০ টাকা।

বুধবার (৫ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম হাঁকাচ্ছেন ১২০ টাকা। সে হিসেবে এক কেজি কাঁচা মরিচের দাম পড়ে ৪৮০ টাকা। অথচ সোমবার ও মঙ্গলবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৬০ টাকা কেজি।

রামপুরা বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, গতকাল ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করেছি। দাম বাড়বে জানলে তো গতকাল সস্তায় বিক্রি করতাম না। আজকে ডাবল লাভ করতে পারতাম।

তিনি বলেন, কাঁচাবাজারের কোনো মা-বাপ নাই, সকালে একদর, বিকেলে আরেক দর। আজকে কারওয়ান (পাইকারি) বাজার থেকে বেশি দামে কিনতে হয়েছে। তাই বেশি দামে বিক্রি করছি। আমাদের তো লাভ নেই। বরং গতকাল দুই বস্তা এনেছিলাম, আজকে দাম বাড়ায় এক বস্তা এনেছি।

দাম বৃদ্ধির কারণে জানতে চাইলে রামপুরা বাজারে ব্যবসায়ীর মতো একই সুরে কথা বলেন মধ্য বাড্ডার পাঁচতলা বাজারের ব্যবসায়ী আনিসুর রহমান সুমন। তিনি বলেন, মরিচের বাজার আগুন। গতকাল (৪ জুলাই) এক পাল্লা (৫ কেজি) মরিচ এনেছি ১১০০ টাকা দিয়ে। আজকে এনেছি ২৩০০ টাকা পাল্লা। এবার বলুন, আমি কী করব?

তিনি বলেন, শুনলাম ভারত থেকে মরিচ আমদানি হচ্ছে। এই খবরে দাম কমে গেল অর্ধেক, আজকে আবার বাড়ল, বাজারে যে কী হচ্ছে তা বলতে পারছি না।

বাজারটিতে আসা ক্রেতা হাসান পাটোয়ারী বলেন, পেঁয়াজের পর কাঁচা মরিচকে নিয়ে একটা তামাশা চলছে। তা না হলে একদিনের ব্যবধানে মরিচের দাম কেমনে ২০০ টাকা থেকে ৫০০ টাকা হয়। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। যারা বাজারকে অস্থিতিশীল করছে, ভোক্তা অধিকার ও সরকারের পক্ষ থেকে এসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

কারওয়ান বাজারের ব্যবসায়ী ফুয়াদ হোসেন টিটো বলেন, বাজারে মরিচের সংকট। অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারে মরিচের সরবরাহ কম। তাই দাম বাড়তি। তিনি বলেন, ভারত থেকেও আমরা যে পরিমাণ মরিচ আসবে বলে আশা করছিলাম, সে পরিমাণ মরিচ আসেনি। সব মিলিয়ে চাহিদার তুলনায় মরিচের আমদানি কম বাজারে, তাই দামও বেশি।

এর আগে ভারতের মরিচ আসায় গত ৩ জুলাই রাজধানীর বাজারে মরিচের দাম এক লাফে কেজিতে ৩০০ টাকা পর্যন্ত কমে যায়। তবে তার আগের দিন ২ জুলাই ৫০০ টাকা থেকে ৬০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়। এছাড়া দেশের কোথাও কোথাও হাজার টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া যায়। পরিস্থিতি মোকাবিলায় সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়।

এবি/ওজি

অনুমতির ১০ দিন পরও ডিম আসেনি

অনুমতি পাওয়ার পর ১০ দিন অতিবাহিত হলেও দেশে আসেনি আমদানি করা ডিম। শুরুতে এক সপ্তাহের

র‌্যাংকিংয়ে গভর্নর রউফ তালুকদার পেলেন ডি গ্রেড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের র‌্যাংকিংয়ে গভর্নর হিসাবে ‘ডি’ গ্রেড পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মোংলায় রামপালের কয়লা নিয়ে জাহাজ ভিড়েছে

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী

১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে বেড়েই চলেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি কোথাও কোথাও ১০০ ডলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখবেন?

মায়ের হাতের টাকি মাছের ভর্তা খেয়ে দুই বোনের মৃত্যু!

‘ভয়ানক ভুল’ করে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো

বাংলাদেশে ডেঙ্গু টিকা ‘টিভি-০০৫’র সফল পরীক্ষা

শিক্ষা ও গবেষণায় দেশে তৃতীয় জাবি

পবিপ্রবিতে ‘ঘাসফুল বিদ্যালয়’-এর এক যুগ পূর্তি উদযাপন

গুচ্ছভর্তিতে সর্বোচ্চ আসন ফাঁকা ইবিতে

আওয়ামী ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে : প্রধানমন্ত্রী

শুভ মধুপূর্ণিমা আজ

ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ৬

অনুমতির ১০ দিন পরও ডিম আসেনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

সহকারী জজ হলেন জবির ১১ শিক্ষার্থী

সীমা লঙ্ঘন করেছেন, যুক্তরাষ্ট্রে ফিরে যান : নাজমুল

তামিম ইস্যুতে এবার মুখ খুললেন আশরাফুল

৫ সংস্থা ও ২ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে : এনামুল হক শামীম

লক্ষ্মীপুরে ড. ইউনুসের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগের মানববন্ধন

সিলেট জেলা ২০৯৭ এর কালিগঞ্জ উপ-পরিষদে সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের কার্যক্রমের প্রশংসা করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী