প্রতি বছরের মত এবারও অনুষ্ঠিত হলো ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘ঢাকাইয়া ঐক্যে’র ঈদ পূর্নমিলনী ও চা চক্র। পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে এসে অনুষ্ঠানে উপস্থিত হন ঢাকাইয়া ঐক্যের সদস্যরা।
পুরান ঢাকার আদি ঢাকাইয়াদের উদ্যেগে প্রতি বছর অনুষ্ঠিত হয় ঢাকাইয়া ঐক্যের ঈদ পূর্নমিলনী ও চা চক্র। পুরান ঢাকার বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ প্রতি বছর এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকেন। এবার ও তার ব্যতিক্রম ঘটেনি।
পুরান ঢাকার আদি ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী পোষাক সাদা লুঙ্গি ও পান্জাবি। তবে যুগের সাথে দিন দিন এটি বিলুপ্তের পথে চলে যাচ্ছে। এই ঐতিহ্য ধরে রাখতে অনুষ্ঠানের ড্রেস কোড হিসেবে নির্ধারণ করা হয় সাদা লুঙ্গি ও সাদা পান্জাবি।
আদি ঢাকাইয়ারা তাদের ঐতিহ্য ধরে রাখতে চান। তাই সকলকে সাদা লুঙ্গি ও সাদা পান্জাবি পরতে দেখা গেছে। এটি পুরান ঢাকার আদি ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী পোষাক। আপ্যায়নে দেখা গেছে,পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন। খাবারের আয়োজনের মধ্যে ছিল মাসের বড়া, মুড়ালি-নিমকি, ঐতিহ্যবাহী কোল্ড ডিংক্স, বাকরখানি, ঘিয়ে ভাজা জিলাপি ও চা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: কাবুল,৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেনসহ আরো অনেকে। এসকল নেতৃবৃন্দকে ঢাকাইয়া ঐক্যের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটিতে ঢাকাইয়া ভাষায় কথোপকথন, কাসিদা, পাহেলি ও মনমুগ্ধকর ঢাকাইয়া সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাইয়া লেখক আনিস আহমেদ, উপস্থাপনায় মো: মামুন শাহরিয়ার।
অনুষ্ঠানটিকে সর্বাত্মক সার্থক করতে ঢাকাইয়া ঐক্যের প্রতিটি কার্যনির্বাহী সদস্য অক্লান্ত পরিশ্রম করেন। পুরান ঢাকার বিভিন্ন কৃতিসন্তান কাউন্সিলর, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে অলংকৃত করেন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক সংগঠনের লালবাগ স্পোর্টিং ক্লাব, লালবাগ তরুণ সংঘ, রহমতগঞ্জ সোসাইটির ব্যক্তিবর্গ ও দৈনিক আমার বার্তা পত্রিকার সিনিয়র রিপোর্টার কাজী আবদুস সামাদ।
এবি/ জিয়া