ই-পেপার শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

মানুষ বাজারে গিয়ে কাঁদছে: শিল্প প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৩, ১৫:৫১
আপডেট  : ১২ মে ২০২৩, ১৬:০১

নিত্যপণ্যের দামের কারণে বাজারে গিয়ে অনেককে কাঁদতে দেখেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

গতকাল বৃহস্পতিবার ‘কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে এসএমই খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী৷ তিনি বলেন, ‘আমি অনেককে দেখেছি বাজার করতে গিয়ে কাঁদছেন৷ কারণ বাজারের যে অবস্থা তার পকেটে সে টাকা নেই৷ এটার একমাত্র কারণ সিন্ডিকেট৷’

Indian Pakur

প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনীতি ও বাজার দুই জায়গাতেই সিন্ডিকেট তৈরি হয়েছে৷ যার কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা ঝরে পড়ছেন এবং পণ্যের মূল্য বেড়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে৷’

কামাল আহমেদ মজুমদার বলেন, ‘দেশ এগিয়ে চলেছে, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল৷ কিন্তু তারপরও দেশে আজকে যে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ব্যবসার নামে আজ যে লুটপাট হচ্ছে, মানুষের পকেট কাটা হচ্ছে এগুলো সাংবাদিকদের আরও জোরালোভাবে তুলে ধরতে হবে৷’

তিনি বলেন, ‘আমরা যখন বাজারে যাই তখন দেখি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কেন ঊর্ধ্বগতি? আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নেই৷ আমরা প্রতিটা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ৷ তারপরও সিন্ডিকেটের কারণে দেশের এই অবস্থা বিরাজ করছে৷’

প্রতিমন্ত্রী বলেন, ‘অবাক লাগে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে লাখ লাখ বেকার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ কিন্তু মওকুফ করা হয় না৷ যারা ব্যাংক থেকে লাখ-কোটি টাকা নিয়ে খেলাপি হয়েছে তাদেরটাই বারবার মওকুফ করা হচ্ছে৷ তারা মওকুফ পেয়ে আবার ঋণ নিচ্ছে৷ বড় খেলাপিদের এই ঋণগুলো যদি এসএমই ফাউন্ডেশনসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের দেওয়া হতো, তবে তাদের ব্যবসা আরও সমৃদ্ধশালী হতো৷ কিন্তু সেটা করা হচ্ছে না৷’

কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি দেখেছি অনেকে ব্রিফকেস নিয়ে ঘুরত, অনেকের কাছে টাকা ছিল না, অন্যের কাছে সিগারেট চেয়ে খেত৷ আজকে তারা ব্যাংকের মালিক৷ তারা সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে বেসরকারি ব্যাংকের মালিক হয়েছে৷ যারা সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে বেসরকারি ব্যাংকের মালিক হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উচিৎ তাদের নামগুলো প্রকাশ করা৷’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে সিন্ডিকেট গড়ে ওঠেছে, এই সিন্ডিকেট যদি আমরা ধরতে না পারি, এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, দেশের ১৭ কোটি মানুষের যে দুঃখ-কষ্ট যদি লাঘব না করতে পারি, তবে আমার মনে হয়, আমাদের মতো লোকের মন্ত্রী থাকা উচিত না৷’

তিনি বলেন, ‘সুগার মিলের যারা আখচাষি ছিলেন, তারাই সুগার মিলের শ্রমিক, যার কারণে মিলগুলোতে লুটপাট হয়েছে৷ আর লুটপাটের কারণে মিলগুলো বন্ধ হয়ে গেছে৷ চিনির মিলগুলো যদি যথারীতি চালাতাম, তবে বাজারে চিনির দাম এতো বাড়ত না৷’

‘আমাদের এসএমই খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের যারা মুড়ি-চানাচুর বিক্রি করে চলত, সেখানেও দেশের বড় বড় কোম্পানিগুলো হাত বাড়িয়েছে৷ যার কারণে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না৷ আমরা যেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উত্তোরোত্তর এগিয়ে নিতে পারি, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে,' বলেন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার৷ সূত্র: ডয়চে ভেলে

এবি/ জিয়া

প্রতিবন্ধীদের বাজেট বরাদ্ধ চাহিদার তুলনায় অপ্রতুল

বর্তমান বাজর বিবেচনায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে দরিদ্র প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য নিধারিত মাসিক ভাতা বৃদ্ধির দাবি

আয় না থাকলেও ২ হাজার টাকা কর ব্যাখ্যা এনবিআর চেয়ারম্যানের

আয় না থাকলেও ২ হাজার টাকা আয় কর দিতে হবে। বাজেট ঘোষণার পরে সারাদেশ জুড়ে

টাকা রাখার জায়গা পাব না: অর্থমন্ত্রী

এ বছর থেকেই চালু হবে সর্বজনীন পেনশন ব্যবস্থা । একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত

মে মাসে প্রবাসী আয় ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার

প্রবাসীরা চলতি বছরের মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএনপির বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাঁধা

জাপানে বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা

বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: রাষ্ট্রপ্রতি

চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিলো হায়েনা

এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট

কৃষি গুচ্ছের আবেদন শুরু আজ

পাংশায় ছিনতাইকৃত ভ্যানসহ হত্যাকারী গ্রেফতার

বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফদের বেতন কত

রাজবাড়ীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

তাপদাহে পরীক্ষার হলে জ্ঞান হারিয়েছে দুই শিক্ষার্থী

তিন ভেন্যুতে খেলতে রাজি পাকিস্তান

কুবিকে অস্থিতিশীল করছেন হত্যা, ধর্ষণ মামলার আসামি রেজা-ই-এলাহি

লিচু খেয়ে এক পরিবারের ৫ জন হাসপাতালে

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় সংসদ সদস্যদের প্রতি শিশুদের আহ্বান

হলের আবাসিক সিট বুঝিয়ে দিতে ঢাবি প্রশাসনকে শিক্ষার্থীর উকিল নোটিশ

মাঠের ছেলে মাঠে ফিরেছেন সাকিব

রাজধানীজুড়ে স্বস্তির বৃষ্টি

ছোট পর্দায় আজকের যত খেলা

নিয়ন্ত্রণে নেই অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি