ই-পেপার বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মানুষ বাজারে গিয়ে কাঁদছে: শিল্প প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৩, ১৫:৫১
আপডেট  : ১২ মে ২০২৩, ১৬:০১

নিত্যপণ্যের দামের কারণে বাজারে গিয়ে অনেককে কাঁদতে দেখেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

গতকাল বৃহস্পতিবার ‘কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে এসএমই খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী৷ তিনি বলেন, ‘আমি অনেককে দেখেছি বাজার করতে গিয়ে কাঁদছেন৷ কারণ বাজারের যে অবস্থা তার পকেটে সে টাকা নেই৷ এটার একমাত্র কারণ সিন্ডিকেট৷’

প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনীতি ও বাজার দুই জায়গাতেই সিন্ডিকেট তৈরি হয়েছে৷ যার কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা ঝরে পড়ছেন এবং পণ্যের মূল্য বেড়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে৷’

কামাল আহমেদ মজুমদার বলেন, ‘দেশ এগিয়ে চলেছে, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল৷ কিন্তু তারপরও দেশে আজকে যে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ব্যবসার নামে আজ যে লুটপাট হচ্ছে, মানুষের পকেট কাটা হচ্ছে এগুলো সাংবাদিকদের আরও জোরালোভাবে তুলে ধরতে হবে৷’

তিনি বলেন, ‘আমরা যখন বাজারে যাই তখন দেখি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কেন ঊর্ধ্বগতি? আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নেই৷ আমরা প্রতিটা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ৷ তারপরও সিন্ডিকেটের কারণে দেশের এই অবস্থা বিরাজ করছে৷’

প্রতিমন্ত্রী বলেন, ‘অবাক লাগে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে লাখ লাখ বেকার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ কিন্তু মওকুফ করা হয় না৷ যারা ব্যাংক থেকে লাখ-কোটি টাকা নিয়ে খেলাপি হয়েছে তাদেরটাই বারবার মওকুফ করা হচ্ছে৷ তারা মওকুফ পেয়ে আবার ঋণ নিচ্ছে৷ বড় খেলাপিদের এই ঋণগুলো যদি এসএমই ফাউন্ডেশনসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের দেওয়া হতো, তবে তাদের ব্যবসা আরও সমৃদ্ধশালী হতো৷ কিন্তু সেটা করা হচ্ছে না৷’

কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি দেখেছি অনেকে ব্রিফকেস নিয়ে ঘুরত, অনেকের কাছে টাকা ছিল না, অন্যের কাছে সিগারেট চেয়ে খেত৷ আজকে তারা ব্যাংকের মালিক৷ তারা সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে বেসরকারি ব্যাংকের মালিক হয়েছে৷ যারা সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে বেসরকারি ব্যাংকের মালিক হয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উচিৎ তাদের নামগুলো প্রকাশ করা৷’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে সিন্ডিকেট গড়ে ওঠেছে, এই সিন্ডিকেট যদি আমরা ধরতে না পারি, এই সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, দেশের ১৭ কোটি মানুষের যে দুঃখ-কষ্ট যদি লাঘব না করতে পারি, তবে আমার মনে হয়, আমাদের মতো লোকের মন্ত্রী থাকা উচিত না৷’

তিনি বলেন, ‘সুগার মিলের যারা আখচাষি ছিলেন, তারাই সুগার মিলের শ্রমিক, যার কারণে মিলগুলোতে লুটপাট হয়েছে৷ আর লুটপাটের কারণে মিলগুলো বন্ধ হয়ে গেছে৷ চিনির মিলগুলো যদি যথারীতি চালাতাম, তবে বাজারে চিনির দাম এতো বাড়ত না৷’

‘আমাদের এসএমই খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের যারা মুড়ি-চানাচুর বিক্রি করে চলত, সেখানেও দেশের বড় বড় কোম্পানিগুলো হাত বাড়িয়েছে৷ যার কারণে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না৷ আমরা যেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উত্তোরোত্তর এগিয়ে নিতে পারি, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে,' বলেন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার৷ সূত্র: ডয়চে ভেলে

এবি/ জিয়া

স্বর্ণের দাম এবার লাফিয়ে ভরিতে বাড়লো ৪৫০২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তথ্য-উপাত্তের অপঘাত

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ড.

‘জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবি পণ্য দেয়া হবে’

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, যেখানে যে কয়টা দোকান প্রয়োজন সে অনুযায়ী জনপ্রতিনিধিদের সহযেগিতায়

লোডশেডিং শূন্যে নেমে এসেছে, দাবি প্রতিমন্ত্রীর

তীব্র তাপপ্রবাহে গ্রামাঞ্চলে যে লোডশেডিং ছিল তা শূন্যে নেমে এসেছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাচপুর ব্রিজের নিচে মিললো যুবকের মরদেহ

জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: সংসদে প্রধানমন্ত্রী

স্বর্ণের দাম এবার লাফিয়ে ভরিতে বাড়লো ৪৫০২ টাকা

মিয়ানমারের মংডুতে মুহুর্মুহু বিস্ফোরণে আতঙ্কিত টেকনাফ

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রে দুই কর্নেল গ্রেপ্তার

গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে: প্রতিমন্ত্রী

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত

হজযাত্রীদের সঠিক সময়ে ভিসা হবে: ধর্মমন্ত্রী

ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু

ভোটের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত

প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

উপজেলা নির্বাচনে গজারিয়ায় কঠোর নিরাপত্তা

বিএনপির সমাবেশের ব্যাপারে যা জানাল ডিএমপি