ই-পেপার সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন

আমার বার্তা অনলাইন:
০১ ডিসেম্বর ২০২৫, ১২:২১

দেশের ব্যাংকিং খাতে অভূতপূর্ব এক পুনর্গঠন উদ্যোগের অংশ হিসেবে আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন ব্যাংক গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংক বোর্ড সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন এই ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বারবার তারল্য সহায়তা দেওয়ার পরও সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শেয়ারবাজারে তাদের শেয়ারের দাম টানা কমেছে এবং প্রায় সব ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক অবস্থায় নেমে গেছে। দীর্ঘমেয়াদি তারল্য সংকট, ব্যবস্থাপনার দুর্বলতা এবং আর্থিক অনিয়মের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।

এই নাজুক অবস্থার প্রেক্ষিতেই ব্যাংকগুলোকে একীভূত করার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত, যা খাতটিকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নতুন ব্যাংকের মূলধন কাঠামো।

নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের পেইড-আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে, সরকার দেবে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। এ ছাড়া ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

এর আগে গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে নতুন ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

কমছে কর্মীদের বেতন, জানানো হলো ‘সাময়িক’।

গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এই ব্যাংকগুলোর কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জনকণ্ঠকে জানান, ৩৫০ কোটি টাকা তারল্য সহায়তা রাখা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মকর্তারা বাজারভিত্তিক বেতন পাবেন। এই সিদ্ধান্ত পুনর্গঠনের অংশ এবং সাময়িক।

এদিকে একীভূত করার সিদ্ধান্তের বিরুদ্ধে রিট।

নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ১৮ নভেম্বর শহিদুল ইসলাম নামে এক বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন রিটটি দায়ের করেন। রিটে বিবাদী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত দেশের ব্যাংকিং খাত পুনর্গঠনের পথে একটি বড় পদক্ষেপ। তবে সফলতা নির্ভর করবে, সুশাসন প্রতিষ্ঠা, ঝুঁকিপূর্ণ ঋণ পুনরুদ্ধার, দক্ষ ব্যবস্থাপনা এবং নতুন ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা তৈরির ওপর।

অর্থনীতিবিদরা মনে করেন, সঠিকভাবে বাস্তবায়ন হলে এই উদ্যোগ ব্যাংক খাতের দীর্ঘমেয়াদি দুর্বলতা কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বছরের পর বছর ধরে দেশে কয়েকটি ব্যাংক অনিয়ম, অর্থ পাচার, ঋণখেলাপি বৃদ্ধি, তারল্য সংকট ও দুর্বল ব্যবস্থাপনার কারণে কার্যত দেউলিয়া অবস্থার দিকে যাচ্ছিল। এসব ব্যাংকের টিকে থাকা শুধু আমানতকারীদের ন্যূনতম সুরক্ষা ও সরকারের আর্থিক দায়ে নির্ভর করছিল।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একটি বড় কাঠামোগত সংস্কারের পথে হাঁটে, যেখানে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে, যা স্থিতিশীলভাবে পরিচালিত হতে পারবে। আমানতকারীদের অর্থ আরও সুরক্ষিত থাকবে। পুরো ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে। ব্যবস্থাপনা কাঠামো নতুনভাবে সাজানোর সুযোগ পাবে। দীর্ঘমেয়াদে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সাহায্য করবে।

এটি অনেকটা আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক ব্যাংক রেজ্যুলুশন মডেল, যার উদ্দেশ্য ‘ব্যাংকের ব্যর্থতা’কে নিয়ন্ত্রিত ও নিরাপদভাবে মোকাবিলা করা। সম্পূর্ণ ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক হিসেবে পরিচালনা হবে। সম্মিলিত ইসলামী ব্যাংক সম্পূর্ণ শরিয়াভিত্তিক ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হবে। এ প্রকল্প সফল হলে ভবিষ্যতে স্বাভাবিকভাবেই আরও কিছু দুর্বল ব্যাংক একীভূত করার মডেল তৈরি হবে।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আইয়ুব ভুঁইয়া

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন সাবেক সচিব আইয়ুব ভুঁইয়া। রোববার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংক

লিটারে ২ টাকা করে বাড়ল জ্বালানি তেলের দাম

ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে

রেমিট্যান্সে উল্লম্ফন: ২৯ দিনেই এসেছে ৩২ হাজার কোটি টাকা

চলতি নভেম্বরের মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ১১ লাখ (২.৬৮

বিজিএমইএ ও বিএফএফ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের পোশাক শিল্প কর্মীদের কল্যাণ, ফুটবলের প্রসার এবং 'মেইড ইন বাংলাদেশ' ক্যাম্পেইনকে বিশ্ব দরবারে তুলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের তলদেশে প্রাচীন মিঠাপানির দুই উৎস শনাক্ত

বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় শিক্ষকদের উপস্থিতির রিপোর্ট দেওয়ার নির্দেশ

বর্জ্যমুক্ত–দূষণহীন শহরে সিটি কর্মকর্তাদের আরও সক্রিয়তার আহ্বান

ভারতের স্বার্থ রক্ষা ও ক্ষমতা দীর্ঘ করতে পিলখানার হত্যাকাণ্ড ঘটান হাসিনা

বন্ধ ইউফোরিয়া অ্যাপারেলস খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের অধিদপ্তর ঘেরাও

প্রেসসচিব শফিকুল আলমের স্পষ্ট বার্তা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন

ট্রাভেল পাস ছাড়াই টিকিট বিক্রি, সেন্ট মার্টিনগামী জাহাজকে জরিমানা

যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আইয়ুব ভুঁইয়া

হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, বললেন আমি গর্বিত

শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই কঠোর নির্দেশনা মাউশির

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, ভোগান্তি চরমে

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: সমরাস্ত্র শিল্পের মুনাফা বেড়ে ৬৭৮ বিলিয়ন ডলার

টানা তিন ম্যাচে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা

সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

রাজধানীর প্রাথমিক বিদ্যালয়ে চলছে পরীক্ষা

ভারতীয় মিডিয়ায় হাসিনার একই রকম ৮ সাক্ষাৎকার: সাংবাদিকতা নাকি পিআর