ই-পেপার শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী

আমার বার্তা অনলাইন:
০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৫

সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে হুঁ হুঁ করে বাড়ছে পেঁয়াজের দাম। ৩-৪ দিনের ব্যবধানে ৬৫ টাকার পেঁয়াজ এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। বাজারে দাম নিয়ন্ত্রণে আনার জন্য এখনই পেঁয়াজ আমদানির পরামর্শ বন্দরের আমদানিকারক ও ব্যবসায়ীদের।

হঠাৎ করেই লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। শুক্রবার (৭ নভেম্বর) হিলির বাজারগুলো ঘুরে দেখা গেছে, দাম বাড়ায় কমে গেছে পেঁয়াজের বেচাকেনাও।

পেঁয়াজ বিক্রেতারা জানান, হিলি বাজারে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে তা পাবনা ও অন্যান্য মোকাম থেকে আনা হচ্ছে। মোকামগুলোতেই পেঁয়াজের দাম বাড়ছে। এছাড়া পাতা পেঁয়াজ এখনও পুরোপুরি বাজারে আসেনি, সরবরাহ বাড়লে শুকনা পেঁয়াজের চাহিদা কমবে এবং দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা মোকাররম হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগেও ৬০ টাকার মধ্যে পেঁয়াজ কিনেছিলাম, এখন দাম ১০০ টাকার উপরে। এমন বৃদ্ধি আমাদের জন্য খুব কষ্টকর। আশা করি ভারত থেকে আমদানির মাধ্যমে দাম নিয়ন্ত্রণে আনা হবে।’

এদিকে, হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, যদি আমদানির অনুমতি (আইপি) দেয়া হয়, বাজারে সরবরাহ বাড়বে এবং পেঁয়াজের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে, যা কমে ৫০ টাকার মধ্যেও চলে আসতে পারে। অন্যথায়, দাম আবারও ২০০ টাকার উপরে যেতে পারে। দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে সরকার কিছুদিন ধরে আমদানির অনুমতি বন্ধ রেখেছে। গত ৩ মার্চ থেকে আমদানির অনুমতি বন্ধ থাকলেও দেশীয় উৎপাদন বাড়ায় দাম ৪০-৫০ টাকার মধ্যে ছিল।

আরেক আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলে গত ১৪ আগস্ট আমদানির অনুমতি দেয়া হয়। ১৭ আগস্ট থেকে আমদানি শুরু হলেও দুদিন পর ১৯ আগস্ট অনুমতি বন্ধ হয়ে যায়। ফলে আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম ৬০-৬৫ টাকায় স্থির থাকলেও সম্প্রতি সরবরাহ কমে গিয়ে দাম বাড়তে শুরু করেছে; যা এখন ১১০ টাকায় পৌঁছেছে। অনুমতি দিলে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে আসবে। অন্যথায়, দাম আবারও ২০০ টাকার ওপরে চলে যেতে পারে।’

হিলি স্থলবন্দরের সংরক্ষক কর্মকর্তা ইউসুফ আলী বলেন, দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার আমদানির অনুমতি নিয়ে ভাবছে। সবশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল আগস্টে, কিন্তু অনুমতি না দেয়ায় এরপর থেকে আমদানি বন্ধ রয়েছে। অনুমতি মিললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে আসবে।

আমার বার্তা/এল/এমই

বিকাশ এজেন্ট ও পরিবেশকদের ২৪ ঘণ্টা ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ইউসিবি

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে একটি

বাংলাদেশ-পাকিস্তানে মধ্যে সরাসরি বাণিজ্য জাহাজ চলাচল শুরু

প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে পাকিস্তান ও বাংলাদেশ।

বিএসইসির নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ

নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

টানা দর পতনে বাজার মূলধন হারালো সাড়ে ৮ হাজার কোটি টাকা

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে টানা দরপতন হয়েছে। এতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন

মালয়েশিয়ায় ইমিগ্রেশন আইনে ১১৪ জন অভিবাসী দোষী সাব্যস্ত

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস

বিগত সরকার বৈষম্যবিরোধী আইন করার রাজনৈতিক সাহস দেখাতে পারেনি

যুক্তরাষ্ট্রে এআই ডেটা সেন্টারে ৬০০ বিলিয়ন বিনিয়োগ করবে মেটা

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাতজন নেতাকর্মী আটক

বিকাশ এজেন্ট ও পরিবেশকদের ২৪ ঘণ্টা ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ইউসিবি

মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোডাউন

বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন: শ্রম উপদেষ্টা

গাঁজা বিক্রি নিষেধ করায় ঢাবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

টিটিপাড়ায় নতুন ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস চালু

বাংলাদেশ-পাকিস্তানে মধ্যে সরাসরি বাণিজ্য জাহাজ চলাচল শুরু

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে টঙ্গীর তুলার গুদামের আগুন

গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

টঙ্গীতে তুলার গুদামে আগুন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ইউনিট

১০ম গ্রেডসহ ৩ দাবিতে প্রাথমিক শিক্ষকদের লাগাতর অবস্থান কর্মসূচি

ফিলিস্তিনের মানুষের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ

জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি: হামিদুর রহমান