ই-পেপার শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আফগানিস্তানে ঔষধ রপ্তানির লক্ষ্যে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৫, ১২:২৫
আপডেট  : ২৮ জুলাই ২০২৫, ১২:৩৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মা (IBPL) আফগানিস্তানে ঔষধ রপ্তানির লক্ষ্য নিয়ে নতুন এক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে তারা আফগানিস্তানের সালার ইউসুফজাই ফার্মা লিমিটেডের সঙ্গে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সমঝোতা করেছে, যা আগামী ১৫ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি ঢাকায় এক আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায়, ইন্দো-বাংলা তার মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল পণ্য আফগানিস্তানে সরবরাহ করবে এবং সালার ইউসুফজাই ফার্মা দেশের একমাত্র ও চূড়ান্ত এজেন্ট হিসেবে কাজ করবে। তারা অন্যান্য কোম্পানিকে এই বাজারে প্রবেশের অনুমতি দেবে না, শুধুমাত্র এই পণ্য বিক্রির জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবে।

চুক্তি অনুসারে, প্রতি শিপমেন্টে প্রায় ১.৫ লাখ ডলার মূল্যমানের ঔষধ রপ্তানি করা হবে। দ্বিতীয় শিপমেন্টে রপ্তানি করা হবে ২.৮০ লাখ ডলার মূল্যের ঔষধ। অর্থপ্রদান পদ্ধতি হিসেবে প্রথমে ৪০% অগ্রিম দিয়ে শিপমেন্টের ১৫ দিন আগে বাকি ৬০% অর্থ পরিশোধ করতে হবে। পণ্য সরবরাহ FOB ভিত্তিতে, চট্টগ্রাম থেকে সমুদ্র বা আকাশ পথে আফগানিস্তানে পাঠানো হবে।

অফারটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই উদ্যোগের ফলে ইন্দো-বাংলা ফার্মার বিক্রয় বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আফগানিস্তানের বাজারে তাদের পা রাখার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কোম্পানির আশা, দীর্ঘমেয়াদে এই রপ্তানি কার্যক্রম তাদের ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তির অন্য শর্তাবলীর মধ্যে রয়েছে, পণ্যের মান নিশ্চিত করা, শেলফ লাইফের মান নির্ধারণ, ক্ষতিগ্রস্ত পণ্য প্রতিস্থাপন ও পরিবহন খরচের দায়িত্ব। চুক্তির মেয়াদ ১৫ বছর, যার মধ্যে ত্রৈমাসিক পর্যায়ে অগ্রগতি ও কার্যক্রমের মূল্যায়ন হবে। কোনও পরিবর্তন বা সংশোধনী লিখিত স্বাক্ষর ছাড়া কার্যকর হবে না। চুক্তি বাংলাদেশ ও আফগানিস্তানের আইন অনুযায়ী পরিচালিত হবে।

এই গুরুত্বপূর্ণ চুক্তিতে ইন্দো-বাংলা ফার্মার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম অনোয়ারুল হক এবং সালার ইউসুফজাই ফার্মার পক্ষ থেকে ছিলেন সিইও মুহাম্মদ কাসাম হ্যায়ার। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম. রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

এখন এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ মেয়াদে এই কার্যক্রম দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।

এদিকে কম্বোডিয়া এবং ভিয়েতনামেও বাংলাদেশ থেকে ঔষধ রপ্তানির প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আমার বার্তা/এল/এমই

আগষ্ট মাসের ১ম রবিবার জানা যাবে এলপিজির দাম বাড়বে নাকি কমবে

দেশে আগস্ট মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে রোববার

পিকেএফ এএইচকেসির প্রতিষ্ঠাতা এম এ হালিম গজনবী মারা গেছেন

পিকেএফ এএইচকেসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ হালিম গজনবী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে একলাফে ২ শতাংশ

বিশ্ববাজারে আবারও চাঙা স্বর্ণের বাজার। নতুন শুল্ক ঘোষণা ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা

মার্কিন শুল্ক কিছুটা কমলেও বাংলাদেশের লাভ নিয়ে সঙ্কা

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সংবাদ শেয়ার করার আগে যাচাই করতে হবে: কাবার ইমাম

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি সহায়তা প্রদান

চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে গঠনতন্ত্র অনুমোদন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক শিক্ষার্থীর

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না

এমপিওভুক্ত শিক্ষকরা পাচ্ছেন প্রতি বছর বেতন বাড়ার বিশেষ সুবিধা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী

চট্টগ্রামে বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু

মাইকিং করেও ভবন থেকে নামানো যাচ্ছে না দোকানদারদের

টাঙ্গাইলে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে চাকরির সুযোগ

আগষ্ট মাসের ১ম রবিবার জানা যাবে এলপিজির দাম বাড়বে নাকি কমবে

হাসপাতালে কাতরাচ্ছে বাসের রেডিয়েটর বিস্ফোরণে দগ্ধ শিশু

আফগানদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিল পাকিস্তান

জাবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পিকেএফ এএইচকেসির প্রতিষ্ঠাতা এম এ হালিম গজনবী মারা গেছেন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে একলাফে ২ শতাংশ