বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পেইন্ট নির্মাতা প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস বাংলাদেশে আয়োজন করল তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান ‘কালার নেক্সট-২০২৫’। রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে জমকালো আয়োজনে ঘোষিত হলো নতুন বছরের ‘কালার অব দ্য ইয়ার’—‘কার্ডিনাল’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মি. জোসেফ ইপেন, রিজিওনাল হেড (সাউথ এশিয়া ও সাউথ প্যাসিফিক আইল্যান্ডস) মি. বুদ্ধাদিত্য মুখার্জি, এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও দেশের খ্যাতিমান স্থপতি, ডিজাইনার, শিল্পী ও সৃজনশীল ব্যক্তিবর্গের সরব উপস্থিতি আয়োজনটিকে করে তোলে আরও মনোমুগ্ধকর।
২০০৩ সাল থেকে এশিয়ান পেইন্টস তাদের ‘কালারনেক্সট’ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ রঙ ও ডিজাইন ট্রেন্ড নিয়ে গবেষণা চালিয়ে আসছে। প্রতি বছর তারা বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সহায়তায় তুলে আনে রঙ, উপকরণ, টেক্সচার ও স্টাইলের উদীয়মান ধারা।
২০২৫ সালের জন্য ঘোষিত ‘কালার অব দ্য ইয়ার’ ‘কার্ডিনাল’—একটি গভীর, আবেগঘন রঙ, যা অন্তর্জগতের শান্তি ও আত্মপরিচয়ের প্রতিফলন ঘটায়। এই রঙ মানুষের আত্মঅনুসন্ধান ও আত্মসংযোগের অনুভূতিকে তুলে ধরে, যা নান্দনিক ও আবেগময় জীবনধারার প্রতীক।
এছাড়াও এ বছরের তিনটি প্রধান ট্রেন্ড তুলে ধরা হয়:
● ব্যাড টেস্ট: প্রচলিত সৌন্দর্যবোধ ভেঙে নতুন উজ্জ্বলতা ও জাঁকজমকপূর্ণতার প্রতি শ্রদ্ধা।
● ফিল মোর: স্পর্শ ও আবেগঘন অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি একটি সংবেদনশীল ডিজাইন ট্রেন্ড।
● সল্ট: প্রাকৃতিকতা, সরলতা ও স্থায়িত্বের ছাপ বহনকারী মিনিমালিস্টিক প্রবণতা।
এই প্রসঙ্গে এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের সিইও জোসেফ ইপেন বলেন,
“বর্ণিল, মুগ্ধকর এবং সংস্কৃতিসম্মত রঙের চাহিদা দিন দিন বাড়ছে। আমাদের লক্ষ্য, ভবিষ্যতমুখী নান্দনিক ডিজাইনের মাধ্যমে মানুষের জীবনের মান উন্নয়ন করা।”
রিজিওনাল হেড বুদ্ধাদিত্য মুখার্জি বলেন,
“কার্ডিনাল রঙটি আমাদের সময়ের অনুভব ও আত্মচেতনার ভাষা। বাংলাদেশের সংস্কৃতিমনস্ক মানুষের কাছে এই রঙ পৌঁছে দিতে পারা সত্যিই আনন্দের।”
এই আয়োজন আবারও প্রমাণ করে, এশিয়ান পেইন্টস কেবল একটি পেইন্ট কোম্পানি নয়—তারা আধুনিক জীবনের নান্দনিক রূপান্তরের অন্যতম পথপ্রদর্শক।
আমার বার্তা/জেএইচ