ই-পেপার রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

জড়িত থাকার কথা অস্বীকার মূল পরিকল্পনাকারী শাহীনের

আনোয়ারুল আজীম হত্যাকাণ্ড
অনলাইন ডেস্ক:
২৩ মে ২০২৪, ১৯:০৪
নিহত এমপি আনোয়ারুল আজীম আনা ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকরী আক্তারুজ্জামান শাহীন।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকরী হিসেবে অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীন।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে একটি সংবাদমাধ্যমের কাছে তিনি এ দাবি করেন।

শাহীন দাবি করেন, হত্যার সময়ে তিনি বাংলাদেশে ছিলেন। হত্যায় পাঁচ কোটি টাকার চুক্তির কথাও অস্বীকার করেন তিনি।

আক্তারুজ্জামান শাহীন বলেন, এই ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় আমি ভারতে ছিলাম না। আমার আইনজীবী বলেছেন, এ বিষয়ে কারো সঙ্গে কথা না বলতে। মানুষ দেশে অনেক কথাই বলেন। যদি কোনো প্রমাণ থাকে, তাহলে দেখাক।

ফ্ল্যাট ভাড়ার বিষয়ে তিনি বলেন, আমি যদি ফ্ল্যাট ভাড়া নিই, আমি কি আমার ফ্ল্যাটে এই ধরনের কাজ করবো! আমার পাসপোর্টের রেকর্ড দেখলে দেখা যাবে, আমি ঘটনাস্থলে ছিলাম না।

তিনি বলেন, এখন বলা হচ্ছে, আমি ৫ কোটি টাকা দিয়েছি। কীভাবে আমি ৫ কোটি টাকা দিয়েছি! কোথা থেকে পেলাম আমি এত টাকা! এখন এগুলো মানুষ বললে আমার কী করার আছে! ঘটনা কবে ঘটেছে, সেগুলো আমি পত্রিকায় দেখেছি। সে সময় আমি বাংলাদেশে ছিলাম।

আক্তারুজ্জামান শাহীন বলেন, এছাড়া আমার ড্রাইভার তো কিছু করেনি। আমার গাড়ি, আমার সব কিছু নিয়ে চলে গেছে। এটা কোন ধরনের বিচার! আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আমাকে ধরুক। আমি তো এই দেশে বিচার পাবো না। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এখানে চলে এসেছি, কী করবো!

উল্লেখ্য, গত ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর তিনদিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। ভারতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরাহনগর থানার ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা ও তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে ভারতে যান তিনি। পরে ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন। ওইদিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস।

এদিকে, বুধবার (২২ মে) বিকেলে সংবাদ সম্মেলনে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক (সিআইডি) অখিলেশ চতুর্বেদী জানান, কিছু প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে। এছাড়া এই ঘটনায় কলকাতার নিউ টাউন থানায় মামলা দায়ের করা হয়েছে।

আমার বার্তা/এমই

র‌্যাবের সদস্য সেজে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন-বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের মূলহোতা হামিম

টাকার বিনিময়ে সুদর্শন তরুণটির সঙ্গ উপভোগ করতেন লায়লা

সম্প্রতি লায়লা আক্তার ফারহাদের (৪৮) দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে

আনার হত্যায় মিন্টু অর্থদাতা কি না জানতে চাওয়া হবে: হারুন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের

হুন্ডির ব্যবসায়ী বরুণের খপ্পরে পড়ে নিঃস্ব অনেক পরিবার

তিন লাখ টাকা খরচে মাত্র ১৫ দিনে কিরগিজস্তানে কনস্ট্রাকশন ভিসায় লোক পাঠানোর লোভনীয় অপার।  হুন্ডি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন সম্মেলনে তোপের মুখে পুতিনের শান্তি প্রস্তাব 

ঈদেও মুক্তি নেই গাজার বাসিন্দাদের

সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিৎ: ফখরুল

দুপুরের আগেই ফাঁকা তেজগাঁও পশুর হাট

ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি

যুক্তরাষ্ট্রে শিশু পার্কে এলোপাথাড়ি গুলি, আহত অন্তত ১০

মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি রাখছে সরকার: কাদের

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদের পাহাড়

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই : র‍্যাব ডিজি

মিয়ানমার সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ

জাতীয় ঈদগাহে থাকছে ৫ স্তরের নিরাপত্তা

শঙ্কা-ঝুঁকি নিয়ে ট্রেনের ছাঁদে বাড়ি ফিরছে মানুষ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলো‌মিটার যানজট

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় ঈদুল আজহার জামাত

ভাটারার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনই মারা গেছেন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ৩

রাঙ্গামাটিতে বজ্রপাতে চারজন নিহত, কাপ্তাই হ্রদে নিখোঁজ ১ 

কোরবানির পর পরিবেশ রাখুন পরিষ্কার

হজ পালন করলেন ১৮ লাখ ৩৩ হাজার ১৪৬ জন

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি