
১২ জুন সোমবার বরিশাল এবং খুলনায় অনুষ্ঠিত সিটি কর্পোরেশনের নির্বাচনে বরিশালে আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ এবং খুলনায় তালুকদার আবদুল খালেক জয়লাভ করেছেন।
বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ নতুন নগর পিতা হলেও খুলানায় তালুকদার আবদুল খালেক তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।
বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ৫৩,৯৮০ ভোটের ব্যাবধানে নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতীকের প্রার্থীকে পরাজিত করার মধ্য দিয়ে বরিশালের নতুন নগর পিতা হলেন আবুল খায়ের আব্দুল্লাহ।
১২ জুন সোমবার রাতে নগরীর সদর রোডে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে জয়লাভ করে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেছেন বরিশালবাসীর অক্লান্ত পরিশ্রমে আমি মেয়র পদে জয়লাভ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন, ভোটের মাধ্যমে আপনারা আমাকে বিজয়ী করে নেত্রীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করেছেন।
ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৮৭৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩৮২৮। অর্থাৎ ৫৩৯৮০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন খোকন সেরনিয়াবাত।
অন্যদিকে খুলনার ফলাফলে দেখা যায়, নৌকার প্রার্থী তালুকদার আবদুল খালেক ১৫৪৮২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আ. আউয়াল পেয়েছেন ৬০০৬৪ ভোট। অর্থাৎ ৯৪৭৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তালুকদার আবদুল খালেক।
এবি/টিএ

