
আসন্ন জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ-সদস্য (এমপি) পদপ্রার্থী এ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ সরাইল উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের বাংলা ক্যাফে হোটেলে সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত এমপি প্রার্থী এডভোকেট তৈমুর রেজা শাহজাদ।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন কেবল একটি নির্বাচনী এলাকা নয়। এটি আমাদের শিকড়, সম্ভাবনা ও ভবিষ্যৎ। এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন, মানা এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষা নিয়েই আমি নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের সহযোগিতা, মতামত ও গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই। আমি বিশ্বাস করি আপনাদের সমর্থন ও জনগণের আস্থায় আমরা গড়তে পারব একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও আধুনিক ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ বিজয়নগর আংশিক)।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সরাইল উপজেলা শাখার সভাপতি দিলিপ কুমার ওয়াস্তি ও সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ।
আমার বার্তা/মো. রিমন খান/এমই

