
সিলেটে গত এক সপ্তাহে পুলিশের ব্যাপক অভিযানে দুই শতাধিক অপরাধী আটক এবং গ্রেফতার হয়েছে। পুলিশ চোর, ছিনতাইকারী, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, অসামাজিক কার্যকলাপকারীসহ ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদক, চোরাচালান পণ্য ও কাগজপত্রবিহীন যানবাহন জব্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহব্যাপী নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে পুলিশ ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮৭ বোতল বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা ও ১০২ লিটার চোলাই মদ জব্দ করেছে।
এছাড়া এক সপ্তাহে কোটি টাকারও বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে পুলিশ। এসব পণ্যের মধ্যে রয়েছে- ২০৭১ পিস ভারতীয় শাড়ি, ৩১ প্যাকেট ভারতীয় চকলেট, ১৬০০ পিস প্রসাধনী ক্রিম, ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় বিড়ি, ৭৭০ প্যাকেট বিদেশি সিগারেট।
অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে সিলগালা করা হয়েছে চারটি আবাসিক হোটেল, যেগুলি চিহ্নিত অপরাধীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সিলগালা করা হোটেলগুলো হলো- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক, গ্র্যান্ড সাওদা, আল-সাদী।
পুলিশের তথ্যমতে, গত এক সপ্তাহে গ্রেফতারকৃত অপরাধীদের মধ্যে রয়েছে- ১৬ জন মাদক কারবারি, ১০ জন ছিনতাইকারী, ২৪ জন চিহ্নিত চোর।
ট্রাফিক পুলিশও নিয়মিত অভিযান চালিয়ে ৪৬৯টি কাগজপত্রবিহীন যানবাহন জব্দ করেছে।
এসএমপি জানায়, এসব অভিযানে সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও অসামাজিক কার্যকলাপের ব্যাপকতা বেড়ে যাওয়ায় পুলিশ তাদের অভিযান জোরদার করেছে এবং এটি অব্যাহত থাকবে।
আমার বার্তা/এল/এমই

