চাঁদপুরের হাজীগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক অসহায় মা।
উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের নিশ্চিন্তপুর বট সাহেব বাজার এলাকার বাসিন্দা ফারুল বেগম বুধবার (৮ অক্টোবর) সকালে হাজীগঞ্জ থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ফারুল বেগম জানান, আমার দুই ছেলে। ছোট ছেলে রবিউল প্রতিদিন মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক বিক্রি করে সে নিজেও সেবন করে। তাকে অনেকবার সাবধান করা হলেও সে শোনে না। উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। ঘরের গাভী,জিনিসপত্র,এমনকি মোবাইল ফোনও চুরি করে বিক্রি করেছে মাদকের টাকার জন্য। এখন আমরা ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছি।
তিনি আরও বলেন, ছেলেকে ভালো পথে ফেরাতে অনেক চেষ্টা করেছি। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে বলেছি,কিন্তু কেউ কিছু করতে পারেনি। এখন বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। চাই, প্রশাসন তাকে আটক করে চিকিৎসা ও আইনের আওতায় নিয়ে আসুক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে স্থানীয় কিছু মাদক কারবারির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পড়েছে। তার কারণে এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, রবিউলের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
এদিকে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন,যেন মাদকাসক্ত রবিউলসহ স্থানীয় মাদকচক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাদের মতে,পরিবার ও সমাজ রক্ষায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
আমার বার্তা/এল/এমই