ময়মনসিংহ নগরীর সড়ক ও ফুটপাত থেকে ভাসমান হকার ও অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে স্টেশন এলাকায় গড়ে তোলা নিউ হকার্স মার্কেট এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এজন্য নিয়মিত তদারকি চান তারা।
মানুষের নির্বিঘ্নে চলাচল ও যানজট কমাতে ময়মনসিংহ নগরীর ব্যস্ততম স্টেশন মোড় থেকে নতুন বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ভাসমান হকার ও অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় অন্তত ১৫টি ভাসমান দোকান সরিয়ে দেয়া হয়। এছাড়া সীমানা ছাড়িয়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৫টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
এদিকে দুপুরে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নিউ হকার্স মার্কেটের প্রায় অর্ধশত দোকান এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এর আগে, মালামালসহ ব্যবসায়ীদের সরে যেতে আধাঘণ্টা সময় দেন ভ্রাম্যমাণ আদালত।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্ক ফোর্সের এ অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র্যাব-১৪ সদর দফতরের ডিএডি রফিক, আনসার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও ফুটপাত ভাসমান হকারমুক্ত রাখতে প্রতিমাসেই অভিযান চালানো হবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু।
আমার বার্তা/এল/এমই