চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটের সৌদিয়া সিটি মার্কেটে এইচ আর কম্পিউটার্স এন্ড সিসি ক্যামেরা দোকানে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। (১২ আগস্ট) বিকেলে দোকানের ১১ নং কক্ষের এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভূমি সেবার মান বজায় রেখে নির্দিষ্ট ফি অনুযায়ী সঠিকভাবে সেবা দিতে হবে এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে এই সেবা সম্পর্কে অবহিত করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই রেটের বাইরে যেন কেউ অতিরিক্ত অর্থ আদায় না করে।
জেলা প্রশাসক আরও জানান, সাধারণ মানুষ যেন জানে সৌদিয়া সিটি মার্কেটে একটি পূর্ণাঙ্গ ভূমি সেবা কেন্দ্র রয়েছে, যেখানে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সব সেবা পাওয়া যায়। সেবা প্রদানে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আল এমরান খান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ স্থানীয় সাংবাদিকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিচালক: রিয়াজুল ইসলাম রাফিসহ অন্যান্যরা।