মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন উদ্যোগে উপজেলা হল রুম কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা হামিদা মুস্তাফা, উপজেলা স্কুল ও মাদ্রাসা অ্যাসোসিয়েশন সংগঠনের সভাপতি একাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি, আলহাজ্ব মুজিবুর রহমান, একই সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বালুয়াকান্দি ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ ব্যবস্থাপনা পরিচালক , আ কমো মোজাম্মেল, বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহসিন শিকদার, সহ উপজেলাধীন ২৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৯০ জন শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেয়া হয়েছে।