চরফ্যাশন উপজেলায় তাবলীগ জামাতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাহিয়ান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরী মুকররি ইউনিয়নে চর পাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাহিয়ান বরিশাল জেলার গৌরনদী উপজেলার নিলখলা টরখী গ্রামের মো.মাসুদ কাজীর ছেলে। নাহিয়ান এসএসসি পরীক্ষা শেষ করে তাবলীগ জামাতে ভোলা জেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলায় কাশেম মেম্বার জামে মসজিদে এসেছিল।
তাবলীগ জামাতের সাথীরা জানান , সকাল সাড়ে ১১টার দিকে মসজিদের পুকুরে তাবলীগ জামাতের সাথী ভাইদের সঙ্গে গোসল করতে আসে নাহিয়ান। গোসলের একপর্যায়ে হঠাৎ নাহিয়ান পুকুরে ডুবে যায়। তাবলীগের এক সাথী ভাই তাকে টেনে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তার চিৎকারে আশপাশের লোকজনকে খবর দিলে অনেক খোঁজাখুঁজির পরে নাহিয়ান কে উদ্ধার কর হয়।
উদ্ধারের করে তাকে চিকিৎসার জন্য চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্ররে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ আইচা থানা অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান, পুলিশ খবর পাওয়ার আগেই নিহত নাহিয়ানের মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।