চাঁদপুরের হাজীগঞ্জে শামীমা বেগম (৩৮) নামে এক প্রবাসী ও মিতু আক্তার (২১) নামে এক সেনাসদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচোঁ গ্রামে ও রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ-পূর্ব রাজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ যুগান্তরকে জানান, মিতু আক্তার ও শামীমা বেগমের লাশ তাদের নিজ নিজ বসতঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, দুজনের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এবি/ওজি