বিরোধী রাজনৈতিক দলগুলোর ৯ দফার অবরোধ কর্মসূচি আগেই রাজধানীতে গত ২৪ ঘণ্টায় চার বাসে আগুন দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া সবকটি বাসযাত্রী পরিবহন করতো।
শুক্রবার বিকেল থেকে শনিবার (২ ডিসেম্বর) রাত পর্যন্ত পৃথকভাবে থেকে থেকে বাসগুলোতে আগুন দেওয়া হয়।
রোববার (৩ ডিসেম্বর) সকালে এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক শাহজাহান সিকদার জানিয়েছেন, ৩টি ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান এবং আগুন নির্বাপণ করতে সক্ষম হন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীতে কয়েক মিনিটের ব্যবধানে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়। এর আগে বিকেলে দেওয়া হয় আরেকটিতে।
রাত ১১টায় আগারগাঁও এলাকার বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বলেন, বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। চালক ও তার সহকারীকেও পাওয়া যায়নি। বাসটি এই পথে চলাচলও করে না। কারা, কী উদ্দেশে বাসটি এখানে এনেছিল তা জানা যায়নি। হয়তো নাশকতার জন্যই ফাঁকা বাসটি আনা হয়। আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে রাত ১১টা ৯ মিনিটে পদ্মা লাইনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে অগ্নিনির্বাপণ করে।
এর আগে বিকেলে মিরপুর-১ এর ফুটওভার ব্রিজের নিচে বিআরটিসি দুই তলা একটি বাসের পেছনের সিটে আগুন দেয় সন্ত্রাসীরা। পরে সেই আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেন।
এছাড়াও রাতে ১১টার দিকে সায়েদাবাদ এলাকায় গুলিস্তান টু ডেমরা রুটে চলাচল করে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরপর কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
আমার বার্তা/জেএইচ