ই-পেপার শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজনীতিতে নিজেকে ক্লাস ওয়ানের ছাত্র মনে করেন সাকিব

অনলাইন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ২০:২১
নেতাকর্মীরা গাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে সাকিবকে নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। 

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ক্রিকেটার হলেও রাজনীতিতে আমি একদম নতুন, ক্লাস ওয়ানের ছাত্র। এ জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আসন্ন সংসদ নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চাই।

দলের মনোনয়ন পাওয়ার পর বুধবার (২৯ নভেম্বর) প্রথম নিজ নির্বাচনী এলাকায় এসেছেন সাকিব। এ সময় তাকে সংবর্ধনা জানিয়ে হাজার হাজার নেতাকর্মী গাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে মাগুরা শহরে প্রবেশ করেন।

এরপর তিনি দুপুর ৩টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় যোগদান করেন। সেখানে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শ্রী বীরেন সিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু প্রমুখ।

সাকিব বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে অনন্য। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি এই উন্নয়নের অংশীদার হতে পারব। এর চেয়ে গর্বের কিছু নেই। মাগুরা-১ আসনের বিষয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি আমার শ্রদ্ধাভাজন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের হাত ধরে এই নির্বাচনী এলাকায় সমস্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। তিনি অনেক কষ্ট করে মাগুরাকে সাজিয়েছেন।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক জানান, ক্রিকেটার হলেও রাজনীতিতে তিনি একদম নতুন, ক্লাস ওয়ানের ছাত্র। এ জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আসন্ন সংসদ নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চান। তিনি নির্বাচিত হলে আগামী দিনে সবাইকে নিয়ে মাগুরার সার্বিক উন্নয়ন কাজ সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ জন্য নির্বাচনে নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু তাদের বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাকিব আল হাসানসহ মাগুরার দুটি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সভা শেষে সাকিব মাগুরার পৌর কবরস্থানে যান তার দাদী রেবেকা বেগম ও আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি মাগুরা স্টেডিয়ামে বন্ধু মহল ও মাগুরাবাসী পক্ষ থেকে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। পরে তার জন্মস্থান মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে যান। তার বাড়িতে আগে থেকে হাজারখানেক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন।

আমার বার্তা/এমই

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

নারায়ণগঞ্জ আদালতে বিভিন্ন মামলায় আগত আসামিদের জন্য নির্ধারিত হাজতখানাকে মানবিক মূল্যবোধ ও উন্নত চরিত্র গঠনে

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা নিজেরাই নিজেদের উপর হামলা ও ক্যাম্প পুড়িয়ে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর বীরউত্তম

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নির্বাচনী গণসমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু