জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভির্য ও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সূর্য পূজা। স্থানীয়ভাবে ‘ছট পূজা’ও বলে থাকে।
রবিবার (২০ নভেম্বর) বিকালে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের পুকুর পাড়ে নানা বয়সী শত শত হিন্দু ও মাড়োয়ারী সম্প্রদায়ের নারী-পুরুষ শহরের বিভিন্ন এলাকা থেকে এসে সমবেত হন পূজা’ করতে। পূণ্যার্থীদের পদচারণায় এক মিলন মেলার সৃষ্টি হয়।
সূর্য পূজার প্রথম দিনে পূণ্যার্থীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পুকুরের পানিতে নেমে সূর্যের দিকে মুখ করে পূজা অর্চনা চলে সন্ধ্যা পর্যন্ত। পরদিন অন্ধকার ভোরে আবারও এসে একই নিয়মে পূজা শুরু করে সূর্যদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে স্নান এবং শরবত পানের মধ্যে দিয়ে শেষ করেন সূর্য পূজা।
আমার বার্তা/জেএইচ/নেওয়াজ মোর্শেদ নোমান