খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে শনিবার রাজধানীর সিএমজেএফ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব ২০২৫’। এই উৎসবের মূল বার্তা ছিল—স্বাস্থ্য সচেতনতা এবং দেশীয় ফলের প্রচার-প্রসার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি তৌহিদুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী দিদার বখশ, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, মাইনুল হাসান সোহেল, মোরসালিন নোমানি, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. কামরুল আলম এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল।
উৎসবে আম, আনারস, আমড়া, কলা, লটকন, ড্রাগন ফল ও কাঁঠাল পরিবেশন করা হয়। অতিথিরা বলেন, দেশীয় ফলের পুষ্টিগুণ ও ঐতিহ্য ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমার বার্তা/এল/এমই