বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শাহ আলীমুজ্জামান। তিনি বুটেক্সের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।
এর আগে রুটিন দায়িত্বে বিগত উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের স্থলাভিষিক্ত হন ড. শাহ আলীমুজ্জামান। আজ তিনি স্থায়ী পদে নিযুক্ত হন।
এবি/ জিয়া