ই-পেপার শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়নের অভিযোগের প্রতিবাদ জাবি অধ্যাপকের

জাবি প্রতিনিধি
০৬ জুন ২০২৩, ১৪:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে আনীত যৌন নিপীড়নের অভিযোগকে মিথ্যা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকেরা।

গতকাল সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অধ্যাপক কাফীর বিরুদ্ধে আনীত সকল অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানান বক্তরা।

এর আগে অধ্যাপক কাফীর বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘জাবি প্রো-ভিসি’র দৌঁড়ে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক’ ও একটি অনলাইন পোর্টালে ‘জাবির প্রো-ভিসি পদে নিয়োগের আলোচনা ছেয়ে গেছে সমালোচনায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ঐ সংবাদে ২০১০ সালের ১৫ এপ্রিল বিভাগের সভাপতি থাকাকালীন এক নারী শিক্ষিকাকে যৌন নিপীড়ন, ১৯৯৬ সালে ইতিহাস বিভাগের এমফিল পর্যায়ের ছাত্র থাকা অবস্থায় সাভারের একজন প্রকৌশলীর স্ত্রীকে যৌন হয়রানি, ২০০০ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুরে যৌন নিপীড়ন, ডাকাতি, সন্ত্রাসের অভিযোগে এলাকাবাসীর পক্ষে তার বিরুদ্ধে এক ব্যক্তির মামলা দায়েরের বিষয়টি তুলে ধরা হয়।

অধ্যাপক কাফী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের কোন ভিত্তি নেই। আমাকে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত কমিটি এসব অভিযোগের কোন সত্যতা পায়নি। তবুও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নব্য আওয়ামী লীগার কয়েকজন আমাকে দমিয়ে রাখতে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক (তৎকালীন সহকারী অধ্যাপক) সুফি মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৮ এপ্রিল তারিখে উপাচার্য বরাবর অধ্যাপক কাফীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অপচেষ্টার অভিযোগ দায়ের করেন। সাভারে এক প্রকৌশলীর স্ত্রীকে নিপীড়নের পর অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এতে তিনি স্বাক্ষী হিসেবে জাকসুর তৎকালীন জিএস আজগর হোসেন ও সদস্য আতাউর রহমানকে সুপারিশ করেন। কিন্তু পরবর্তীতে তারা দুজন লিখিতভাবে জানান এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এই অভিযোগের প্রেক্ষিতে ১৯৯৬ সালের ৮ জুন আতাউর রহমান এবং একই বছরের ৫ অক্টোবর আজগর হোসেন প্রক্টর বরাবর লিখিতভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেন। উভয়ে তাদের বক্তব্যে অধ্যাপক কাফীর বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

নিজ এলাকা টাঙ্গাইলে ডাকাতি ও সন্ত্রাসবাদের অভিযোগকে মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, যেই অভিযোগ আনা হয়েছিল তা পরবর্তীতে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এলাকার নোংরা রাজনীতির শিকার হয়েছিলাম আমি। তৎকালীন চিফ জাস্টিস ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদও এই ব্যাপারে রায় দিয়েছিলেন যে, আনীত অভিযোগ মিথ্যা। তদন্ত কমিটিও বিন্দুমাত্র সত্যতা পায়নি এসব অভিযোগের।

নিজ বিভাগের শিক্ষিকাকে যৌন হয়রানির ব্যাপারে অধ্যাপক কাফী বলেন, আমার বিরুদ্ধে নিপীড়নের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাকে অভিযোগপত্র ও তদন্ত কমিটির রিপোর্ট কোনটিই দেখানো হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য একটি মহল এই অভিযোগ দায়ের করেছিলেন।

তিনি আরও বলেন, প্রচলিত নিয়মানুযায়ী ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির পর স্ট্রাকচার্ড কমিটি গঠন করতে হয়। কিন্তু তা করা হয়নি। অন্যায়ভাবে জোরপূর্বক আমাকে পদাবনতি দেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগে অযোগ্যতার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আমাকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। অ্যাডহক নিয়োগে বিভাগীয় চেয়ারম্যান, অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদন প্রয়োজন হয়। তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন স্যার যাচাই-বাছাই করে আমাকে নিয়োগ দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড. মো. খালিদ কুদ্দুস, সহযোগী অধ্যাপক ড. আলী আকবর, সহযোগী অধ্যাপক রনি বসাক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী প্রমুখ।

এবি/ জিয়া

ছাত্ররাজনীতি বন্ধে আইনি লড়াই চালিয়ে যাবে বুয়েট

ঈদের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পুরোদমে খুলেছে গতকাল বুধবার। ওইদিন বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের টার্ম

জবিতে নববর্ষ উদযাপন কাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার বাংলা নববর্ষ  উদযাদন করা হবে। বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের

সরকারী সফরে ঢাবি উপাচার্যের জাপান গমন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ১১ দিনের সরকারি সফরে

শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমানকে দায়িত্ব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বন্ধুর স্ত্রীকে গরিব-দুস্থদের শাড়ি দেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, সতর্কতা জারি

২০০ আসনও পাবে না বিজেপি, সব সমীক্ষা ভুয়া: মমতা

রাজধানীর শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক প্রধানসহ নিহত ১০

পাকিস্তানে জাপানি নাগরিকের ওপর হামলা, দুই জঙ্গি নিহত

বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে: ফখরুল

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

ভারতে ভোটকেন্দ্রে গোলাগুলি, বোমা উদ্ধার

পশ্চিমবঙ্গে প্রথম দফায় যাদের ভাগ্য নির্ধারণী আজ

রাজধানীর শিশু হাসপাতালে আগুন

‘বাংলাদেশ কেন এমনটা করছে, আমার ভাইকে খেলতে দাও’

জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তানে টুইটার বন্ধ

স্বচ্ছতার সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই করা হবে

হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়

ইসরায়েলের হামলা নিয়ে যা বলল ইরান

সপ্তাহের ব্যবধানে আরও বাড়লো নিত্যপণ্যের দাম

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

মন্দিরে আগুন, সন্দেহের জেরে গণপিটুনিতে ২ ভাই নিহত