
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন ফলজ ও বনজ গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি পালন করেছে ইবি শাখা গ্ৰীন ভয়েস। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বর সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ, সাংগঠনিক সম্পাদক তনিমা খাতুন ও অন্যান্য সদস্যরা। তারা বিভিন্ন গাছ থেকে পেরেক, লোহার তাঁর, বিজ্ঞাপনের ব্যানার এবং ফেস্টুন অপসারণ করেন।
ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, আমরা অনেক সময় ভুলে যাই যে গাছেরও প্রাণ আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছগুলোতে পেরেক দিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানোর ফলে গাছের ছাল ও অভ্যন্তরীণ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে গাছ শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিজ্ঞাপন ও প্রচারণার ক্ষেত্রে গাছের পরিবর্তে বিকল্প স্ট্যান্ড ব্যবহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্যাম্পাসের গাছ সুরক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

