
ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া এ কাজের উদ্বোধন করেন।
এ সময় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড.মঞ্জুরুল আলমসহ হামদর্দের পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
এ সময় ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, দৃষ্টিনন্দন পরিবেশ ও প্রকৃতিতে প্রতিষ্ঠিত হামদর্দ বিশ্ববিদ্যালয় সৎ, দক্ষ এবং যোগ্য মানুষ তৈরির কারিগর হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে ভবন নির্মাণের আনুষ্ঠানিকতা শেষ হয়।
আমার বার্তা/এমই

