ই-পেপার বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সেকশন-২-এর কারণে বিদেশে উচ্চশিক্ষায় ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি:
২৯ অক্টোবর ২০২৫, ১০:০৩

প্রতিষ্ঠার ১৯ বছর পার হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এখনও ‘সেকশন-২’ থেকে ‘সেকশন-১’ এ উত্তীর্ণ হতে পারেনি। এর ফলে অস্ট্রেলিয়া, কানাডা, অস্টিয়াসহ বিভিন্ন উন্নত দেশে সরাসরি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর যোগ্যতা মূল্যায়ন নীতিমালায় কুবিকে ‘সেকশন–২’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেশীয় স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আন্তর্জাতিক উচ্চশিক্ষায় তারা বঞ্চনার মুখে পড়ছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর নতুন যোগ্যতা মূল্যায়ন নীতিমালা (Qualification Assessment Guidelines 2016) প্রকাশিত হওয়ার পর এই তথ্য সামনে এসেছে। জানা যায়, দেশীয় ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সরাসরি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারছেন। এই বিশ্ববিদ্যালয়গুলোকে “সেকশন–১” হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাকি সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ব্যাচেলর ডিগ্রিকে সরাসরি মাস্টার্সে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এসব বিশ্ববিদ্যালয়কে “সেকশন–২” ক্যাটাগরিতে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, অস্ট্রেলিয়ার এই মূল্যায়নে সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট ১০৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১২টি রয়েছে ‘সেকশন-১’-এ। বাকি ১৯৪টি ‘সেকশন-২’-এ রয়েছে। কুবি ৩৫ নম্বরে অবস্থান করছে। সমসাময়িক প্রতিষ্ঠিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেক পিছিয়ে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীরা বলছেন, বিদেশে মাস্টার্সে আবেদন করতে গিয়ে কুবি প্রায় সব জায়গায় “সেকশন–২” হিসেবে দেখানো হচ্ছে। এতে ব্যাচেলর ডিগ্রিকে পূর্ণাঙ্গ চার বছরের সমমান না দিয়ে প্রি-মাস্টার্স (pre-master) কোর্সে পাঠানো হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়াচ্ছে।

নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিয়ান বলেন, “বিদেশে মাস্টার্সে আবেদন করতে গিয়ে দেখি আমাদের বিশ্ববিদ্যালয়কে অনেক জায়গায় Section-2 হিসেবে দেখানো হয়। ফলে সরাসরি মাস্টার্সে না নিয়ে প্রি-মাস্টার্সে যেতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়াচ্ছে। কানাডার এক বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিগ্রিটা WES evaluation-এ পুরোপুরি স্বীকৃতি পায়নি। অথচ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা সত্যিই হতাশার।”

আইসিটি বিভাগের শিক্ষার্থী মো. আরমানুল হক জানান, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্কৃতি গড়ে তুলতে পারেনি। বিদেশে আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয়টি সেকশন-ওয়ান লিস্টে না থাকায় শিক্ষার্থীদের অতিরিক্ত ফি দিতে হয়। সেকশন-১-এ থাকলে খরচ অনেক কম হত। ওয়েবসাইট, গবেষণা প্রকাশনা ও শিক্ষক প্রোফাইলের পুরনো অবস্থাই মূল সমস্যা।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শবনম মনির প্রিমা বলেন, “একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরও অস্ট্রিয়ার মতো বাজেট ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে না পারাটা চরম ব্যথার। বাজেট, টিউশন ফি ও পড়াশোনার জন্য এটা একটা চমৎকার সুযোগ আমাদের মতো শিক্ষার্থীদের জন্য। যেই সুযোগটা আমরা হারাচ্ছি শুধু সেকশন ক্যাটাগরির কারণে। এটা খুবই হতাশাজনক।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, “সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২ গ্রেড পাওয়া দুঃখজনক। আন্তর্জাতিক র‌্যাংক নির্ধারণে একাডেমিক পরিবেশ, গবেষণা, প্রকাশনা, লাইব্রেরি ও প্রযুক্তিগত সুবিধা সব বিবেচনা করা হয়। আমি যোগদানের পর থেকেই এই সব ক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছি। আগে মাত্র ১০-১৫ শিক্ষকের প্রোফাইল ছিল। এখন প্রায় ২০০-এর বেশি। শিক্ষকেরা গবেষণা ও প্রকাশনা নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রোফাইলে দেখাবেন, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দৃশ্যমান থাকবে। এতে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে সুবিধা হবে।”

তিনি আরও বলেন, “পূর্বে শিক্ষার্থীদের কাজের কোন ডকুমেন্টেশন ছিল না। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কয়েক লক্ষ টাকা ব্যয় করে একটি সফটওয়্যার ক্রয় করেছি। এখন থেকে শিক্ষার্থীদের প্রতিটি কাজ সেখানে আপলোড হবে। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে সহজে পিডিএফ ফাইল জমা দিতে পারবেন। সব তথ্য দৃশ্যমান থাকলে র‌্যাংকিং বা গ্রেডের উন্নতি হবে। আশা করি শীঘ্রই আমরা সেকশন ১ উন্নতি হতে পারবো।"

আমার বার্তা/জেএইচ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩

ভর্তিচ্ছুদের হয়রানি রোধে ঢাবি প্রশাসনকে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ ব্যাচে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হয়রানি রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন

তরুণ উদ্যোক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা ও মেন্টরশিপ সেশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলেনিয়াম ফেলোশিপের অধীনে ‘বিজবাডি প্রজেক্ট’-এর উদ্যোক্তা উন্নয়ন সিরিজ ‘ইগনাইট’ এর প্রথম আর্থিক সাক্ষরতা

জবিতে এই প্রথম বার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স’ এর প্রদর্শনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বারেরমতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স’ এর প্রদর্শনী।  আগামী বুধবার (১৩ নভেম্বর) সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা: বাতিল হলো ১২৮ জনের গেজেট

রোহিঙ্গা সংকটের সমাধান করা চীনের সক্ষমতার বাইরে: চীনা রাষ্ট্রদূত

ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মির্জা ফখরুল

ল্যানসেট প্রতিবেদন: তাপপ্রবাহের কারণে প্রতি মিনিটে মানুষের মৃত্যু ঘটছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন টিকেটিং সেবা চালু

ঘরে ঢুকে স্ত্রী-সন্তানের সামনেই মোশারফকে ছুরিকাঘাতে খুন

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট, চালু হচ্ছে এনইআইআর সিস্টেম

আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলো পাকিস্তান

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রং মিশ্রিত করে ‘মুগ’ নামে বিক্রি

রাশিয়ায় অধ্যয়নে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা প্রদান অনুষ্ঠান

ঋণের শর্ত যাচাইয়ে আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ

জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার এগোলে স্বাক্ষরেও অগ্রগতি হবে

ভর্তিচ্ছুদের হয়রানি রোধে ঢাবি প্রশাসনকে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

তরুণ উদ্যোক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা ও মেন্টরশিপ সেশন

শিক্ষকদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

সরাইলে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভিয়েতনামে বৃষ্টিতে রেকর্ড, ভয়াবহ বন্যায় নিহত অন্তত ৯

ট্রলারসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মেগা প্রজেক্টের কথা ভাবি, নদীভাঙাদের নিয়ে ভাবি না: রিজওয়ানা