জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় নেয়ার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক বরাবর আবারো ১৯ মার্চ (রবিবার) চিঠি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে এককভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে মর্মে গত ১৫ মার্চ অনুষ্ঠিত ৬৪তম একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আপনি অবগত আছেন যে, ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসহ অনেক বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এমতাবস্থায় নির্ধারিত সময়ে সফলভাবে ভর্তি সম্পন্ন করার লক্ষ্যে গত ১৫ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ভর্তি প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি।
এর আগে ৩০ জানুয়ারি গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ সভা করতে চিঠি দিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
উল্লেখ্য, গত ১৫ই মার্চ অনুষ্ঠিত ৬৪তম বিশেষ সভায় ৬৭জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ জন শিক্ষক। তার মধ্যে ৩৪জন শিক্ষক গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে মত দেন। ২জন মত দেন গুচ্ছে থাকার পক্ষে। বাকি কেউ কোনো মন্তব্য করেননি।
এবি/ওজি