এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করছেন তারা। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে খুশিতে অভিভাবককে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা গেছে অনেক শিক্ষার্থীকে।
রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে এইচএসসি ও সমমানের ফল ওয়েবসাইটে প্রকাশ করার পর এমন আনন্দ উল্লাস নেমে আসে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে।
অবশ্য নির্ধারিত সময়ের অনেক আগেই অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানটি এসে ভিড় করেন।
ফল প্রকাশিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী।
তিনি বলেন, এবার এই প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ২৬২১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। তারমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৫৯৬ জন। পাস করেছেন ২৫৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১৬৬ জন। সে হিসাবে পাশের হার শতকরা ৯৮.৬৫ শতাংশ।
পাশের হার সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, আমাদের বেশ কিছু পরীক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে এবং তিনজন শিক্ষার্থীর মা মারা যাওয়ার কারণে সবগুলো পরীক্ষায় অংশ নিতে পারেনি। যার কারণে আমাদের পাশের হার কিছুটা কমেছে। তবে আমরা বিশ্বাস করি সামনেরবার আরো ভালো ফল করা সম্ভব হবে।
এর আগে রোববার (২৬ নভেম্বর) উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।
রোববার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
চলতি বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট; আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা (চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) শুরু হয় ২৭ আগস্ট। এবার পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে।
আমার বার্তা/জেএইচ