ই-পেপার বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক:
১৪ নভেম্বর ২০২৩, ১৬:৩৩

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

এছাড়া, তিনি গবেষণার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করারও পরামর্শ দেন ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)- এর নবনিযুক্ত শিক্ষকদের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিইউপির ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ইউজিসি ভবনে মঙ্গলবার (১৪ নভেম্বর) এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন । অনুষ্ঠান পরিচালনা করেন বিইউপি’র অফিস অব দ্যা ইভালুয়েশন এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম।

নবীন শিক্ষকদের উদ্দেশ্যে প্রফেসর আলমগীর বলেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিজেদের সমাধান করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশায় আসতে হলে মানসিকভাবে তৈরি হতে হবে। নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষকতা পেশা ও গবেষণা উপভোগ করতে হবে। জ্ঞান অন্বেষণে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। একইসঙ্গে যুগের চাহিদা অনুযায়ী যোগ্যতা ও দক্ষতা এবং নেতৃত্ব গুণাবলি অর্জন করতে হবে।

প্রফেসর আলমগীর আরও বলেন, নবীন শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট গড়ে তুলতে ইউজিসি কাজ করছে। এর আওতায় শিগগির বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, নবীন শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দানের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এছাড়া, নবীন শিক্ষকরা ঢাকা শহরের নানা ধরণের নাগরিক সমস্যা গবেষণার মাধ্যমে সমাধানের পথ বের করতে পারেন বলে তিনি অভিমত প্রকাশ করেন। এছাড়া, মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানান।

ড. ফেরদৌস জামান বলেন, বিইউপি নবীন শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে অনন্য নজির স্থাপন করছে। এর সুফল বিইউপি পেতে শুরু করেছে এবং প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন । নবীন শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজনের জন্য তিনি বিইউপি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন। তিনি নবীন শিক্ষকদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ করে গড়ে তোলা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিইউপি’র ১০ম ব্যাচের ৪৭ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন।

আমার বার্তা/জেএইচ

বাংলাদেশে প্রথম ঘোড়ার প্রাণঘাতী গ্লান্ডার্স জীবাণুর উপস্থিতি পর্যবেক্ষণ

আধুনিক জীবনযাপনের ফলে ঘোড়ার কদর কমায় আমাদের দেশেও পূর্বের তুলনায় ঘোড়ার সংখ্যা অনেক কমে গিয়েছে।তবে

জুলাই বিপ্লব ও খালেদা জিয়ার নামফলককে নিয়ে কটূক্তি

জুলাই বিপ্লব এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন নিয়ে কটুক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ নভেম্বর শুরু হবে।

জবি উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্বে ড. মঞ্জুর মোর্সেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ১৩ দিনের ছুটিতে অবস্থানকালে উপাচার্যের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

নতুন রাষ্ট্রপতি আনতে দুই দিনের সময় নিলেন সারজিস-হাসনাত

শেখ হাসিনাসহ ৪৬ জনের পরোয়ানা আইজিপির কাছে: তাজুল

৫,০০০ কোটি টাকা তারল্য সুবিধা পেল সংকটে থাকা ৬ ব্যাংক

জুলাই-আগস্ট গণহত্যার বিচার হবে ট্রাইব্যুনালে: চিফ প্রসিকিউটর

২৩ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

গভীর নিম্নচাপটি অগ্রসর হচ্ছে বাংলাদেশের দিকে, উত্তাল সাগর

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

বঙ্গভবনের সামনে এক শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ

মিরপুর-১০ নম্বরের হোপ ও আইডিয়াল স্কুলের ফুটপাতে চলছে চাঁদা বাণিজ্য

বাংলাদেশে প্রথম ঘোড়ার প্রাণঘাতী গ্লান্ডার্স জীবাণুর উপস্থিতি পর্যবেক্ষণ

কাজে গতি ফেরাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারে কর্মকর্তাদের ৫ নির্দেশনা

রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত

পদত্যাগ নিয়ে নতুন করে প্রসঙ্গ তোলাটা সন্দেহজনক: নজরুল ইসলাম

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য মাইলফলক

আত্মহত্যা করছেন গাজা ফেরত অনেক ইসরায়েলি সেনা

সেন্টমার্টিনে যাতায়াত ও রাত্রিযাপনে নতুন সিদ্ধান্ত

নতুন ৫ দফা দাবি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসর

রামপুরায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার