ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এমফিল ও পিএইচডি প্রোগামে প্রার্থী যোগ্যতা যাচাই পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০১ ও ১০২ নং কক্ষে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার জন্য আলাদা প্রবেশ পত্র ইস্যু করা হবে না। এ বছর উভয় প্রোগামে মোট ১৮৪ জন (যথাক্রমে ৯১ ও ৯৩) আবেদন করেছেন।
এর মধ্যে আবেদন বেশি ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদে। এই অনুষদের অধীনে এমফিল প্রোগ্রামে ৬৪ জন ও পিএইচডি প্রোগ্রামে ৬০ জন আবেদন করেছেন।
একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) বদিউজজামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এবি/জেডআর