নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নেতৃত্বে আনন্দ র্যালি, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এ সময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, আইআইটি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, আইআইএস পরিচালক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহামেদ, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।
আনন্দ র্যালিটি নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘আজ ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আমরা জানি, ষড়যন্ত্রকারীরা বহুবার তাকে হত্যার চেষ্টা করেছে। তারপরও তিনি থেমে থাকেননি। শত বাধা-বিপত্তি অতিক্রম করে তিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সবচেয়ে বড় পরিচয় তিনি বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন আর তার সুযোগ্য কন্যার হাত ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে দেশ। আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।’
এবি/জেডআর