ই-পেপার বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

শিক্ষা ও গবেষণায় দেশে তৃতীয় জাবি

জাবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৫

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ম্যাগাজিন শিক্ষা ও গবেষণার উপর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪’-এর তালিকা প্রকাশ করেছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এ তালিকায় বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এই তালিকা অনুসারে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তালিকায় প্রথমে রয়েছে বেসরকারি ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), তৃতীয় অবস্থানে রয়েছে দেশের একমাত্র আবাসিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং চতুর্থ অবস্থানে রয়েছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। এসবগুলো বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এ ৮০১-১০০০ এর মধ্যে রয়েছে।

এছাড়া, ১০০১-১২০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট)। তালিকায় ১২০১-১৫০০ এর মধ্যে রয়েছে দেশের দুটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

এই র‌্যাঙ্কিং অনুসারে, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ ১৩-১৮টি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন'।

এই সাময়িকীর র‍্যাংকিং অনুসারে শিক্ষা ও গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের সভাপতি অধ্যাপক শামীম কায়সার বলেন, দেশের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখে উৎসাহ পেলাম। সামনে আরো ভালো অবস্থানে যাবে বলে আশা করছি।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০০ নাম্বারের উপর ভিত্তি করে এই র‍্যাংকিং করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ফ্যাকাল্টির জন্য আলাদা ১৫ নম্বর করে মোট ৩০ নম্বর দেয়া হয়। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ০ পেয়েছে। তা না হলে র‍্যাংকিং এ আরো এগিয়ে থাকতো। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চেয়ে এই ক্ষেত্রে অনেক এগিয়ে।

ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তর্জাতিক ফ্যাকাল্টি নিয়োগের একটি নীতিমালা এবং ২০ জন পার-টাইম বিদেশী অধ্যাপকের নামের শর্ট-লিস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন এবং একাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।

বিদেশী শিক্ষক-শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ বলেন, বিদেশি শিক্ষার্থী আনতে গেলে তাদের থাকার জন্য আলাদা ডরমিটরি নির্মাণ এবং আন্তর্জাতিক ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ দিতে হবে। তাদের থাকার জন্য ডরমিটরি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য বিদেশি শিক্ষক-শিক্ষার্থী নিয়ে আসার জন্য সচেতন রয়েছে। পার-টাইম বিদেশী ফ্যাকাল্টি নিয়োগের বিষয়ে আমরা একটি অধ্যাদেশ তৈরির প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আশা করছি, ভবিষ্যতে আমরা বিশ্ব র‍্যাংকিং-এ আরো ভালো অবস্থানে যাব।

বিভিন্ন বিভাগে সেশনজট সম্পর্কে তিনি আরো বলেন, আমরা সেশনজট কমিয়ে আনার চেষ্টা করছি। পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে ফলাফল দেয়ার নিয়ম রয়েছে। এটি বাস্তবায়ন করার কাজ ইতিমধ্যে শুরু করেছি। আগামী ৩ মাস পর আর কোন সেশনজ্যাম থাকবে না বলে নিশ্চিত করেন।

এবি/জেডআর

বাকৃবিতে আবরার ফাহাদের স্মরণে ছাত্রদলের মৌন মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং

সেই ম্যাজিস্ট্রেটকে বহিষ্কার ও গ্রেপ্তারে আলটিমেটাম

পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ এবং নানা বিতর্কিত মন্তব্যের অভিযোগে ওএসডি করা লালমনিরহাট জেলা

রয়েল ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা'য় বিশ্ব শিক্ষক

দুর্গাপূজা উপলক্ষে ঢাবির ৬ প্রবেশমুখে বসছে চেকপোস্ট

নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বোমা মানিক গ্রেপ্তার

ফ্যানের সঙ্গে ঝুলছিল জবি শিক্ষার্থীর মরদেহ

প্রসাধনী ব্যবহারে সাবধান হোন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৯৮১

জম্মু-কাশ্মীরে নির্বাচনে এনসি-কংগ্রেস জোটের বড় জয়

দুর্গাপূজা ‍উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

‌১৫ বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার হবে না: হাসান আরিফ

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা আবেদন নিষ্পত্তির আশ্বাস ইতালির

বন্দরকে আমাদের জঞ্জাল মুক্ত করতে হবে: সাখাওয়াত হোসেন

মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই

পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা

গ্রেপ্তারের দুই দিন পরই মুক্ত হলেন সাবের হোসেন

দেশে বাল্যবিয়ের শীর্ষে খুলনা বিভাগ

ময়মনসিংহে চাঁদাবাজ রানাসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

গণপরিবহন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে যাত্রী প্রতিনিধিকে রাখার দাবি

সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

সাবেক ডিবিপ্রধান হারুন কি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে

টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

পিএসসির চেয়ারম্যান সোহরাবসহ ১১ সদস্যের পদত্যাগ