ই-পেপার বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

প্রতিপক্ষের জালে গোল উৎসব লিভারপুল-চেলসি-বায়ার্নের

আমার বার্তা অনলাইন
২৩ অক্টোবর ২০২৫, ১০:৫২

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় ম্যাচ ডেতে রীতিমতো গোলের বন্যা বয়ে গেছে। মঙ্গলবার রাতে হয়েছিল ৯টি ম্যাচ, যেখানে হয়েছে ৪৩টি গোল। গতকাল (বুধবার) রাতে অনুষ্ঠিত ৯ ম্যাচেও ২৮ গোলের দেখা মিলেছে। যেখানে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে লিভারপুল, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো।

লিভারপুল ৫ : ১ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

ফ্রাঙ্কফুর্টের মাঠে খেলতে নেমে ২৬ মিনিটেই পিছিয়ে পড়েছিল লিভারপুল। তবে ম্যাচের বাকি সময়টা তাদের দখলে। এরপর একে একে ৫ গোল দিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। তাদের নেওয়া ১৭ শটের মধ্যে ১৪টিই লক্ষ্যে ছিল। বলের পজেশনও ছিল ৬৪ শতাংশ। তাদের দাপুটে পারফরম্যান্সের সামনেই ঘরের মাঠেও তটস্থ হয়ে ছিল জার্মান ক্লাবটি। ২৬ মিনিটের মাথায় মারিও গোৎজের পাস ধরে ডিফেন্ডার রাসমুস নিসেন ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন।

অলরেডদের পক্ষে সেই গোল শোধ করতে হুগো একিতিকে স্রেফ ৯ মিনিট সময় নিয়েছেন। অ্যান্টি রবার্টসনের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে তিনি পরাস্ত করেন স্বাগতিক গোলরক্ষককে। বিরতির আগেই তারা আরও দুই দফায় ব্যবধান বাড়ায়। দুটি গোলই হয়েছে কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে। ভার্জিল ফন ডাইক ও ইব্রাহিমা কোনাতে স্কোরবোর্ড ৩-১ করেন। দ্বিতীয়ার্ধে কোডি গাকপো ও ডোমিনিক সোবোজলাই আরও দু’বার বল জালে জড়িয়ে নিশ্চিত করেন লিভারপুলের বড় জয়। জোড়া অ্যাসিস্ট করেন ফ্লোরিয়ান ভির্টজ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১০–এ অবস্থান করছে স্লটের দল।

চেলসি ৫ : ১ আয়াক্স

স্টাম্পফোর্ড ব্রিজে অতিথি হিসেবে খেলতে নেমে পাত্তাই পায়নি আয়াক্স। উল্টো ১৭ মিনিটে ডিফেন্ডার কেনেথ টেলর লাল কার্ড দেখলে তারা আরও ব্যাকফুটে চলে যায়। ১০ জনের দলকে চেপে ধরে ইংলিশ জায়ান্টরা রীতিমতো গোলের উৎসব করেছে। ম্যাচের ১৮ মিনিটে প্রথম চেলসিকে লিড পাইয়ে দেন মার্ক গিউ। ২৭ মিনিটে লিড দ্বিগুণ করেন ময়েসেস কায়সেদো। আয়াক্সের পক্ষে মিনিট ছয়েক পর ব্যবধান কমান ভাউট ভেগহোস্ট। কিন্তু প্রথমার্ধেই তাদের আরও দুই গোল হজম করতে হলো।

যোগ করা সময়ে চেলসির পক্ষে পেনাল্টিতে দুটি গোল করেছেন এনজো ফার্নান্দেজ ও এস্তেভাও উইলিয়ান। বিরতির পর পঞ্চম গোল করে চেলসির বড় জয় নিশ্চিত করেছেন তাইরিক জর্জ। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এলো এনজো মারেসকার দল।

বায়ার্ন মিউনিখ ৪ : ০ ক্লাব ব্রুগ

বায়ার্ন মিউনিখের সময়টা কাটছে উড়ন্ত ফর্মে। বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষেও সেই ধারা ধরে রেখেছে ভিনসেন্ট কোম্পানির দল। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৬০ শতাংশ পজেশনের পাশাপাশি ২৩ শটের মধ্যে ১০টি লক্ষ্যে ছিল বাভারিয়ানদের। ৩ শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পারে ব্রুগ। যদিও তারা গোলের দেখা পায়নি। বায়ার্নকে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে দেওয়ার পথে গোল করেছেন লেনার্ট কার্ল, হ্যারি কেইন ও লুইস দিয়াজ।

৭৯ মিনিটে নিকোলাস জ্যাকসন আরেক গোল করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন বায়ার্নের। এ নিয়ে জার্মান চ্যাম্পিয়নরা চলতি চ্যাম্পিয়ন্স লিগের ৩ ম্যাচে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়, সমান পয়েন্ট নিয়ে সামনে আছে পিএসজি।

আমার বার্তা/জেএইচ

টানা ১০ ম্যাচে গোল কেইনের, উড়ছে বায়ার্ন মিউনিখও

বায়ার্ন মিউনিখ মাঠে নামবে আর হ্যারি কেইন গোল করবেন না, এটা যেন এখন দুঃস্বপ্নেও কল্পনা

নির্বাচকদের চোখে পড়তে আর কী করতে হবে সরফরাজকে, প্রশ্ন অশ্বিনের

ভারতের সম্ভাবনাময় ক্রিকেটারদের একজন ভাবা হতো সরফরাজ খানকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পরও জাতীয়

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরে ১-১ সমতায় রয়েছে

আফগানদের ইনিংস ব্যবধানে হারাল জিম্বাবুয়ে

হারারে টেস্টের তৃতীয় দিনই জয় তুলে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে আফগানিস্তানকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পরিবেশবান্ধব পোশাক কারখানা গড়তে বাংলাদেশের পাশে থাকবে চীন’

বৈষম্যহীন ন্যায়বিচার দাবি ‘আয়নাঘর’ থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের

টানা ১০ ম্যাচে গোল কেইনের, উড়ছে বায়ার্ন মিউনিখও

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জের সেই কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঘরে পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামীকে আটকে পুলিশে দিল প্রতিবেশীরা

সাগর-রুনি হত্যা : শেষবারের মতো ৬ মাসের সময় দিলেন হাইকোর্ট

সাগর-রুনির হত্যা মামলার তদন্ত শেষ হতে আর কত বছর, প্রশ্ন হাইকোর্টের

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

চীনের সহায়তায় হারানো এলাকা পুনর্দখলে নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

নির্বাচকদের চোখে পড়তে আর কী করতে হবে সরফরাজকে, প্রশ্ন অশ্বিনের

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

শেখ হাসিনার রায় কবে, জানা যাবে দুপুরে

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

আসিয়ান সম্মেলন এড়িয়ে যাচ্ছেন মোদি, যাবেন না মালয়েশিয়া

সকালে খালি পেটে কলা খান? জেনে নিন কী হয়

ভারতের জেন জি কেন রাস্তায় নামছে না?

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২