ই-পেপার রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সর্বকালের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি

আমার বার্তা অনলাইন
২০ মে ২০২৫, ১৪:৫২

সম্প্রতি সর্বকালের সেরা দশ ফুটবলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস)। এই তালিকায় এক নম্বরে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ব্রাজিলিয়ান মহাতারকা পেলে ও আরেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে পেছনে ফেলেছেন তিনি।

আইএফএফএইচএসের জন্ম ১৯৮৪ সালে, জার্মানির লাইপজিগ শহরে, প্রতিষ্ঠাতা ক্রীড়া ইতিহাসবিদ আলফ্রেড পোগে। ফুটবলের পরিসংখ্যান, রেকর্ড ও ঐতিহাসিক দলিল সংরক্ষণের লক্ষ্যে কাজ করে এই সংস্থা। যদিও ফিফার অধিভুক্ত নয়। তবে ফিফার ওয়েবসাইটেও আইএফএফএইচএস প্রদত্ত কিছু পুরস্কারের স্বীকৃতি পাওয়া যায়। বর্তমানে ২১১টির বেশি দেশের প্রতিনিধিত্ব রয়েছে সংস্থাটিতে।

রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদানদের (ফ্রান্স) মতো মহাতারকাদের পেছনে ফেলে এই তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন পেলে এবং তৃতীয় স্থানে ম্যারাডোনা। নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ আছেন পাঁচ নম্বরে।

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা তালিকাটি তৈরির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইএফএফএইচএস। ধারণা করা হচ্ছে, খেলোয়াড়দের দলীয় ও ব্যক্তিগত অর্জন, গোলসংখ্যা, শিরোপা, প্রভাব এই সব বিবেচনায় এনে তালিকাটি তৈরি করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, পরিসংখ্যান ছিল মূল বিবেচ্য।

শীর্ষে থাকা মেসি এখন পর্যন্ত ৪৬টি শিরোপা জিতেছেন, বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে ৩টি, ইন্টার মায়ামির হয়ে ২টি এবং আর্জেন্টিনার হয়ে ৬টি। এছাড়াও রয়েছে ৮টি ব্যালন ডি’অর, গোল্ডেন শু, বিশ্বকাপ গোল্ডেন বল, কোপা আমেরিকা গোল্ডেন বলসহ অসংখ্য ব্যক্তিগত পুরস্কার। এমন রেকর্ডই হয়তো তাকে তালিকার শীর্ষে নিয়ে গিয়েছে।

দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। ক্যারিয়ারে তাঁর শিরোপা সংখ্যা ২৯টি। তবে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব আজও অক্ষত আছে। ব্যালন ডি’অর তাঁর সময়ে ইউরোপীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ফ্রান্স ফুটবল জানায়, সেই নিয়ম না থাকলে পেলে সাতবার এই পুরস্কার পেতেন।

তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ক্লাব ও জাতীয় দলের হয়ে মাত্র ১১টি শিরোপা জিতেছেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপে একক নৈপুণ্যে দেশকে শিরোপা জেতানো এবং নাপোলিকে ইউরোপের শীর্ষ ক্লাব বানানোর মতো কীর্তি সেরাদের তালিকায় তাকে জায়গা করে দিয়েছে।

চতুর্থ স্থানে আছেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা ৯৩৫টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জিতেছেন ৩৫টি শিরোপা। তবে বিশ্বকাপ না জেতার কারণে হয়তো তিনি শীর্ষ তিনে ঠাঁই পাননি। ইউরো জেতানো থাকলেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফির অভাব তাকে পিছিয়ে দেয়।

৫ থেকে ১০ নম্বর পর্যন্ত অবস্থান করা ফুটবলাররাও কম না। পাঁচে রয়েছেন ‘টোটাল ফুটবলের’ অগ্রদূত ইয়োহান ক্রুইফ। ছয় নম্বরে জায়গা পেয়েছেন ব্রাজিলের রোনালদো নাজারিও। তার দুইটি বিশ্বকাপ থাকলেও নেই চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তালিকার সপ্তম স্থানে থাকা জিনেদিন জিদান যেমন ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পেরেছেন। তেমনই ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ জয় করেছেন।

অষ্টমে স্থানে আছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, যিনি ‘লিবেরো’ পজিশনে ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন। নবম স্থানে রয়েছেন আলফ্রেডো ডি স্টেফানো এবং দশমে জায়গা করে নিয়েছেন ‘গাউচো’ খ্যাত রোনালদিনহো। যিনি একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ, চ্যাম্পিয়নস লিগ, কোপা লিবার্তোদোরেস এবং ব্যালন ডি’অর জয় করেছেন।

তালিকায় আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে রয়েছেন তিনজন করে, আর জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পর্তুগাল থেকে একজন করে। বিশ্বকাপজয়ীদের আধিক্যই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে।

আইএফএফএইচএস, ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত, বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান রক্ষণাবেক্ষণের স্বীকৃত একটি সংস্থা। তারা জানিয়েছে, এই তালিকা তৈরির জন্য তারা বিশ্বজুড়ে বিশেষজ্ঞ ও ভক্তদের মতামত মিলিয়ে একটি হাইব্রিড পদ্ধতি অনুসরণ করেছে।

তাদের ভাষায়, 'চূড়ান্ত র‌্যাংকিং তৈরি হয়েছে ১০০ জন নিবন্ধিত অফলাইন বিশেষজ্ঞের ভোট (২৫%) এবং অনলাইন ভোট (৭৫%) এর ভিত্তিতে। যেখানে বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যম অংশ নিয়েছেন।'

আইএফএফএইচএসের সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা:

১) লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২) পেলে (ব্রাজিল)

৩) ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)

৪) ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

৫) ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস)

৬) রোনালদো নাজারিও (ব্রাজিল)

৭) জিনেদিন জিদান (ফ্রান্স)

৮) ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)

৯) আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন)

১০) রোনালদিনহো (ব্রাজিল)

আমার বার্তা/জেএইচ

আইসিসি থেকে বাংলাদেশের সঙ্গে সুখবর পেল পাকিস্তানও

প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা

তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন

বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি

আগস্টে বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ পিছিয়ে গেল ১৩ মাস

চলতি বছরের আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সদস্য ছিলেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: আমিনুল হক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে খামেনি

আশুরা উপলক্ষে পুরান ঢাকায় বের হয়েছে তাজিয়া মিছিল

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি

আজ পবিত্র আশুরা

আইসিসি থেকে বাংলাদেশের সঙ্গে সুখবর পেল পাকিস্তানও

নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন ইলন মাস্ক

০৬ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ জন

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারা সংখ্যানুপাতিক নির্বাচন চায়

গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই: রুহুল কবীর রিজভী

আমাদের এবারের আন্দোলন নতুন বাংলাদেশ গঠনের: নাহিদ ইসলাম

পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তুলতে সংস্কারের বিকল্প নেই

আগস্টে বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ পিছিয়ে গেল ১৩ মাস

সরকারি ছাড়পত্র না পাওয়ায় চীনে যাওয়া অনিশ্চিত শাবি ও কুবি উপাচার্যের

কারবালার ঘটনা জুলুমের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ, চিঠিতে স্বাক্ষর করলেন ট্রাম্প

যশোরে ২৩টি স্বর্ণেরবারসহ ২ চোরাকারবারি আটক

শেখ হাসিনা আমলের লুটপাটকে থিম করে নতুন পোস্টার প্রকাশ