ই-পেপার বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

সিন্ডিকেট নিয়ে বাফুফেকে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

আমার বার্তা অনলাইন:
১৯ মার্চ ২০২৫, ১৮:০৫

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাংলাদেশ দল থেকে বাদ পড়ায় ফুটবলাঙ্গনে চলছে সমালোচনা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পক্ষপাতিত্বের পাশাপাশি ফুটবল দলে সিন্ডিকেটের প্রসঙ্গ এসেছে ফাহমিদুল বাদ পড়ার ঘটনায়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা করেন বাফুফে সভাপতি।

সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতি বলেন, 'ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

ফাহমিদুলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কোনো সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি। ও প্রতিভাবান, তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের ‍মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’

ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’ যে কোনো সংকট মোকাবেলায় বাফুফেকে আরো সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

ফাহমিদুল ইস্যুতে আজ দুপুরে টিম হোটেলে পাঁচজন সমর্থক বাফুফে সভাপতির সাথে সাক্ষাৎ করেন। সেই সময় ফাহমিদুলকে ফিরিয়ে আনার পাশাপাশি কোচ, দল সংক্রান্ত অনেক অভিযোগ করেছেন তারা। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে শোনেন।

আজ যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরো আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’ বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা শুনিয়ে হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’

আমার বার্তা/এমই

দুই শিরোপার লড়াই, ২০২৬—এ আর্জেন্টিনার ম্যাচসূচি দেখে নিন একনজরে

নতুন বছরে ব্যস্ত সূচির অপেক্ষায় আর্জেন্টিনা ফুটবল দল। বছরের শুরুতেই শিরোপার লড়াই, এরপর বিশ্বকাপ—সব মিলিয়ে

আইপিএলে কোনোমতে দল পাওয়া সরফরাজের ব্যাটে ১৪ ছক্কায় ১৫৭

একের পর এক বড় রানের ইনিংস খেলেও ভারত জাতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত থেকেছেন সরফরাজ খান।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের পড়ে যাওয়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল: তদন্ত কমিটি

নিউ ইয়ার উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত সিংগাপুরের চ‍্যার্জ দ্য অ্যাফেয়ার্স এর শুভেচ্ছা বার্তা

আরব আমিরাতে সব মসজিদে একই সময়ে জুমা আদায়ের নির্দেশ

নিউ ইয়ার উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

ঢাকায় অবস্থিত মরক্কো রাজ্যের দূতাবাসের শুভেচ্ছা বার্তা

এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন

বর্তমান সময়ের কাঠামোগত বাস্তবতায় বাংলাদেশের নগর ভবিষ্যত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের শুভেচ্ছা বার্তা

জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ভালোবাসার ব্যাখ্যা দিলেন ফখরুল

আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর

ইউটিউবের থেকেও বেশি আয় হবে এক্সে: ইলন মাস্ক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেয়ারবাজারকে আইসিইউয়ে ঢুকিয়ে দিয়ে গেছে

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আমাদের যেন আর স্বৈরাচারী অবস্থায় ফিরতে না হয়: আলী রীয়াজ

খালেদা জিয়ার মৃত্যুর শোককে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই

বসুন্ধরায় শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

দিল্লি-ঢাকা সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান স্মরণীয়

ইতালিতে খালেদা জিয়ার গায়েবি জানাজা অনুষ্ঠিত