ই-পেপার বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ফিক্সিংয়ের দায়ে নারী ক্রিকেটার সোহেলী ৫ বছর নিষিদ্ধ

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪
৫ বছর নিষিদ্ধ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তার। ছবি সংগৃহীত

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। আইসিসির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন তিনি। গতকাল ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে তাঁর নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর শুরু হয়ে গেছে।

২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ দলের কোনো এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান এবং বড় অঙ্কের টাকার লোভ দেখান। ওই ক্রিকেটার অবশ্য অসাধু পথে পা নিয়ে দিয়ে আইসিসির দুর্নীতি দমন কমিশনকে জানায়।

অ্যান্টি করাপশনের যেসব বিধিগুলো লঙ্ঘনের কথা স্বীকার করেছেন সোহেলি—২.১. ১ ধারায় ম্যাচ ফিক্সিং বা যেকোনো উপায়ে খেলার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্যান্য দিক অনৈতিকভাবে প্রভাবিত করা বা এর সঙ্গে জড়িত থাকা, যার মধ্যে ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্স করাও অন্তর্ভুক্ত। ২.১. ১ ধারা লঙ্ঘনে আছে—ম্যাচ ফিক্সিং বা বাজি সংক্রান্ত উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো ঘটনা ঘটানোর জন্য ঘুষ বা অন্য কোনো পুরস্কার গ্রহণ, গ্রহণে সম্মতি প্রদান, প্রস্তাব করা বা গ্রহণের চেষ্টা করা।

২.১. ৪ ধারায় অন্য কোনো অংশগ্রহণকারীকে ওপরের যে কোনো বিধান লঙ্ঘনের জন্য প্ররোচিত করা, উৎসাহিত করা, নির্দেশনা প্রদান করা বা কোনোভাবে সহায়তা করা। ধারা ২.৪. ৪, অ্যান্টি-করাপশন ইউনিটকে (এসিইউ) বিলম্ব না করে দুর্নীতির জন্য করা কোনো প্রস্তাব বা আমন্ত্রণের সম্পূর্ণ তথ্য জানাতে ব্যর্থ হওয়া। ধারা ২.৪. ৭-এ আছে অ্যান্টি-করাপশন ইউনিটকে তদন্তে বাধা সৃষ্টি করা বা বিলম্ব করা, যার মধ্যে প্রাসঙ্গিক নথিপত্র বা অন্যান্য তথ্য গোপন করা, বিকৃত করা বা ধ্বংস করাও অন্তর্ভুক্ত।

দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা এক নারী ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন দলের বাইরে থাকা সোহেলি। দুজনের কথোপকথনের অডিও প্রকাশ হলে বেশ হইচই হয় দেশের ক্রিকেটে। সেখানে জানা যায়, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার সোহেলি আক্তার বিশ্বকাপ দলের এক সদস্যকে নিয়মবহির্ভূত প্রস্তাব দেন। সেই ক্রিকেটার অবশ্য ওই প্রস্তাবে রাজি হননি।

জাতীয় দলের সঙ্গে থাকা ওই ক্রিকেটার ঘটনাটি দ্রুত টিম ম্যানেজমেন্টকে অবহিত করেন। টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি জানায়। বিষয়টি দ্রুত আইসিসির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) নজরেও নিয়ে আসা হয়েছে। নিয়ম অনুযায়ী বিষয়টি দুই বছর তদন্ত করেছে এসিইউ। সেটিরই পরিপ্রেক্ষিতে আজ পাঁচ বছরের নিষিদ্ধের সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি।

বাংলাদেশ দলের হয়ে সোহেলি সবশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালে। সব মিলিয়ে দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে খেলেছেন। উইকেট নিয়েছেন সব মিলিয়ে ১১ টি, রান করেছেন ৬।

আমার বার্তা/এমই

বিপিএলকে চ্যালেঞ্জ বলার কারণ জানেন না বিসিবি সভাপতি

বিপিএলের আসন্ন দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর থেকে। এবার সিলেট পর্ব দিয়ে শুরু

গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি

নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় ছিল। এরপর পেনাল্টি শ্যুটআউটে টানা চারটি বল ঠেকিয়েছেন প্যারিসিয়ান সেইন্ট

৩ বিষয়ে প্রাধান্য দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেজন্য তিনি উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ

নিরাপত্তা ইস্যুতে ঢাকায় বাতিল হচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

মাঠের ক্রিকেট গড়ানো নিয়ে সংশয় নেই। সবকিছু ঠিক থাকলে বেঁধে দেয়া সময় অনুযায়ী, অর্থাৎ আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে সাজা ভোগ শেষে ফিরলেন নারীসহ ১৭ বাংলাদেশি

পাঁচদিনের শেষের দিকে কমতে পারে তাপমাত্রা

বিপিএলকে চ্যালেঞ্জ বলার কারণ জানেন না বিসিবি সভাপতি

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা এফবিআই উপপ্রধানের

নির্বাচনি বিচারিক কমিটিকে অস্ত্রসহ নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশি আটক

নাইজেরিয়ায় প্লাটো রাজ্যে খনি স্থাপনায় হামলায় নিহত ১২‌

ইসরায়েলি আগ্রাসন, শত্রুতা ভুলে যেভাবে আবার ঘনিষ্ঠ সৌদি আরব-কাতার

হাদির ওপর গুলি চালানো ফয়সালকে পালাতে সাহায্যকারী দিলেন চাঞ্চল্যকর তথ্য

সম্মিলিত ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

শুল্কের ভয় দেখিয়ে ৮ যুদ্ধ থামিয়েছি: ডোনাল্ড ট্রাম্প

হাসনাতের নির্বাচনি প্রচারণায় সন্দেহভাজন দুই যুবককে আটক

আজ চালু থাকতে পা‌রে ভারতীয় ভিসা কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার ৬৭৪ জন

গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে বছরের ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি

সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ডিসেম্বরের মধ্যে ফেরতের নির্দেশ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন দাবি রাশিয়ার