ই-পেপার বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

৪০ বছরের ট্রফি খরা ঘুচিয়ে চ্যাম্পিয়ন বিলবাও

অনলাইন ডেস্ক:
০৭ এপ্রিল ২০২৪, ১১:৪৮
আপডেট  : ০৭ এপ্রিল ২০২৪, ১১:৪৯
অ্যাতলেটিকো বিলবাও ১ (৪) - ১ (২) রিয়াল মায়োর্কা 

স্প্যানিশ কোপা দেল রের শিরোপার জন্য দুই দলের অপেক্ষাই ছিল দীর্ঘ। ঘরোয়া এই শিরোপার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল অ্যাতলেটিকো বিলবাও। কিন্তু এখন পর্যন্ত ২৩ বারের চ্যাম্পিয়ন দলটি এই প্রতিযোগিতার সবশেষ শিরোপা জিতেছিল ১৯৮৩-৮৪ মৌসুমে। এরপর ছয়বার ফাইনাল খেললেও হারটাই সঙ্গী ছিল তাদের।

আরেক ফাইনালিস্ট রিয়াল মায়োর্কা সবশেষ কোপা দেল রে জিতেছিল ২০০২-২৩ মৌসুমে। ক্লাবের ইতিহাসে সেটাই সবশেষ শিরোপা। বিলবাও অবশ্য মাঝে স্প্যানিশ সুপার কাপের শিরোপায় হাত রেখেছে। কিন্তু তারপরেও গতকালের স্প্যানিশ কোপা দেল রে ফাইনাল ছিল দুই দলের শিরোপাখরা কাটানোর মিশন। সেই লক্ষ্যে অবশ্য সফল হয়েছে বিলবাও। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে গিয়ে শিরোপা জয় করেছে তারা।

শিরোপার লড়াইয়ে বিলবাও অবশ্য পুরোপুরি ফেবারিট ছিল। ফাইনালে ওঠার পথে তারা বিদায় করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার মতো দলকে। কিন্তু শিরোপা নির্ধারণীর ম্যাচে দাপুটে শুরু করেছিল মায়োর্কাই। বেশ কয়েকটি পাল্টা আক্রমণে বিলবাও রক্ষণে ভয় ধরিয়েছিল তারা। ২১ মিনিটেও লিড পেয়েছিল তারাই।

কর্নার থেকে জটলার মাঝে বল পেয়েছিলেন মায়োর্কা ডিফেন্ডার রাইলো। সেখান থেকে বল ঠেলে দেন ড্যানিয়েল রদ্রিগেজ। ডিফেন্ডারদের ফাঁকা জায়গা থেকে বল জালে জড়ান এই মিডফিল্ডার। ৩১ মিনিটেই গোল শোধ করতে পারতো বিলবাও। ইনাকি উইলিয়ামসের কাছ থেকে বল পেয়ে গোলমুখে শট নেন গুরুজেতা। কিন্তু সেটা সেইভ করেন মায়োর্কার গোলরক্ষক।

১-০ গোলে পিছিয়েই বিরতিতে যায় বিলবাও। তবে বিরতি থেকে এসেই গোলের দেখা পায় তারা। ম্যাচের সেরা তারকা নিকো উইলিয়ামসের পাস থেকে বল পেয়ে গোল করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার অইহান সানচেত।

মাঠের খেলায় অবশ্য বিলবাওয়ের দাপটই ছিল বেশি। ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রেখে ৩০টি শট নেয় বিলবাও। বিপরীতে ৩১ শতাংশ বলের দখল রাখা মায়োর্কা নেয় ১৩ শট। তবে শেষে এসে দুই দলের কেউই পায়নি গোলের দেখা। এমনকি অতিরিক্ত সময়েও একাধিকবার হতাশ হতে হয়েছে দুই দলকে।

ম্যাচ গড়ায় পেনাল্টিতে। টাইব্রেকারে বিলবাওয়ের প্রথম চার খেলোয়াড়ের প্রত্যেকেই গোল করেন। যদিও মায়োর্কার মানু মোরলানেস এবং নেমানিয়া রাদোনিক গোল করতে ব্যর্থ হন। ৪-২ ব্যবধানে শিরোপার স্বাদ পায় অ্যাতলেটিকো বিলবাও।

শেষ মুহূর্তে ২ গোলে বায়ার্নকে বিদায় করে ফাইনালে রিয়াল

প্রথম লেগে ২-২ গোলে ড্র। ফিরতি লেগে ঘরের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে।

জাতীয় দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ।

পিএসজিকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে ডর্টমুন্ড

আগামী মৌসুমে আর প্যারিসে থাকবেন না কিলিয়ান এমবাপে। যে কারণে শেষ সুযোগ কাছে লাগানোর জন্য

অস্ট্রেলিয়া দেখে সহায়তা আর বাংলাদেশ দেখে না

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে দেশে এনে বসিয়ে রেখেছে বিসিবি। অথচ ভারতীয় টুর্নামেন্টে বেশ ভালো অবস্থানেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লি আমাদের কাছে, বেইজিং একটু দূরে: পররাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

নোয়াখালীতে শিশু ধর্ষণের শাস্তির দাবিতে মানববন্ধন

পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন-কর্ম বেঁচে থাকবে

কাঁটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ: গয়েশ্বর

৪৬তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সহায়তায় ভুয়া এনআইডি চক্র

শুধু মানব পাচারেই হাতিয়ে নেয় তিন ট্রিলিয়ন ডলার

গণপূর্ত অধিদপ্তরের ইএম কারখানা এখন বিএনপি-জামাতের ঘাঁটি!

প্রধানমন্ত্রীর কাছে রেডি টু কুক ফিশ ও মিল্কিং মেশিন হস্তান্তর

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন: হারুন

ঝিনাইদহে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের বর্ষা

শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

উপজেলা নির্বাচনে ৩৬ শতাংশ ভোট পড়েছে: ইসি আলমগীর

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

একনেকে সাড়ে ৫ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রতিদিনই রোগী বাড়ছে লাফিয়ে লাফিয়ে

জবি প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত